সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় সুজি পিসি। প্রায়শই প্রযুক্তির সহায়তায় ফিল্টার ব্যবহার করে নেটদুনিয়ায় মজার মজার ভিডিয়ো শেয়ার করেন তিনি। আর সেই ভিডিয়োই ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। ‘আমিও বড়লোক হতে চাই’ সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে এমনই মনের আক্ষেপ উগড়ে দিয়েছেন সুজি পিসি।
সুজি পিসির মন্তব্য, খুবই চিন্তায় আছেন তিনি। কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, চারিদিকের পরিস্থিতি দেখে তিনি অনুভব করছেন, এই পৃথিবীতে তিনিই একমাত্র গরীব। খুবই গরীব বলে নিজেকে মনে হচ্ছে তাঁর। সুজি পিসির কথায়, ‘এত পয়সা কী করে আসে মানুষের! বিয়ে হচ্ছে, মানে আম্বানি লেবেল নয়, কিন্তু মিডিয়াম আম্বানি লেবেল। সবাই এত দামি দামি শাড়ি, ঘাঘরা, গয়না… ফ্রাস্ট্রেশন লাগে যে!’ তাঁর কথা অনুযায়ী, গা জ্বলে। কিন্তু উপায় নেই তাঁর কাছে। পয়সা বাড়ানোর উপায় কিছু খুঁজে পাচ্ছেন না তিনি। আরও পড়ুন: 'পঞ্জাবি ভালো বোঝে, বলারও চেষ্টা করে', ক্যাটরিনার অজানা কথা ফাঁস করলেন ভিকির বাবা
সুজি পিসির ধারণা, সোশ্যাল মিডিয়ায় নিশ্চই তাঁর মতোও কেউ কেউ আছে। তাঁর কথায়, ‘নেই একদম বলব না। আমিও মানুষ, আপনারাও মানুষ। আমাদের মনের মিল হবেই’। তাঁদের কাছে সুজি পিসির বক্তব্য, ‘মন খারাপ করবেন না। ফ্রাস্ট্রেশন নেবেন না’। সুজি পিসির মতে, বড়লোক অভিনেতা-অভিনেত্রীরা বিয়েতে প্রচুর খরচ করেন। তাঁদের লেহেঙ্গার দামও বিরাট। আর রঙের বহরে থাকে সাদা নয়তো হালকা একটি ছিটে গোলাপি। এমনকী কোনও কোনও ক্ষেত্রে রংটা সাদা না ধূসর না অন্য কী সেটা তিনি বুঝতে পারছেন না।
সুজি পিসির কথায়, তিনি লাল, হলুদ, কমলা এই সমস্ত রঙের শাড়ি পরতে পছন্দ করেন। ওই সব রঙের শাড়ি নাকি মোটেই চোখে লাগে না তাঁর। সুজি পিসির কথা অনুযায়ী, ‘আমাদের মাথাটা কী খারাপ হয়ে গেল, নাকি মাথাটা চেঞ্জ করতে হবে!’ তিনি বুঝে উঠতে পারছেন না এখনও। সকলের কাছে এ বিষয় পরামর্শও চেয়েছেন তিনি, সকলের বক্তব্যও জানতে চেয়েছেন।
বড়লোকেদের বিয়েতে গেস্টরা প্যাস্টেল কালারের পোশাক পরে আসেন, সেই নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন সুজি পিসি। এই সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ভিডিয়ো শেয়ার করতেই কমেন্টের বন্যা। সকলের তাঁর ভিডিয়ো দারুণ উপভোগ করছেন। ভিডিয়োর কমেন্টে এক নেটিজেন এসে লিখেছেন, ‘ও পিসি কোথায় ছিলে গো তুমি এই আজ তোমায় দেখে বেশ এনার্জি পেলাম’। কারও মন্তব্য, ‘আমিও গরীব। তবে মনুষত্বের বন্ড আছে সার্টিফিকেট গুলো স্কুল কলেজ থেকে পরিশ্রমের পুরষ্কার হিসেবে পাওয়া।’ অপর একজনের মন্তব্য, ‘হ্যাঁ গো পিসি বড্ডো চিন্তায় আছি টাকা পয়সা বারবার যন্ত্র টা কে যে আবিষ্কার করলো এটাই সবচেয়ে বেশী চিন্তার!!!’