বাংলা নিউজ > বায়োস্কোপ > স্টার জলসায় আসছে ‘নবাব নন্দিনী’, জুটি বাঁধছে ‘আর্য’ রিজওয়ান আর ‘তিথি’ ইন্দ্রানী

স্টার জলসায় আসছে ‘নবাব নন্দিনী’, জুটি বাঁধছে ‘আর্য’ রিজওয়ান আর ‘তিথি’ ইন্দ্রানী

নবাব নন্দিনী ধারাবাহিকে জুটি বাঁধছেন রিজওয়ান আর ইন্দ্রানী।

নবাব আর নন্দিনী হয়ে ছোট পরদায় ফিরছেন ‘সাঁঝের বাতি’-র আর্য আর ‘বরণ’-এর তিথি। রইল স্টার জলসার নতুন ধারাবাহিকের খোঁজ। 

আপনাদের আগেই জানিয়েছিলাম ‘সাঁঝের বাতি’র চারুর পর ফিরছে আর্যও। অর্থাৎ নতুন ধারাবাহিকে দেখা মিলবে রিজওয়ান রাব্বানি শেখের। বিপরীতে ‘বরণ’ ধারাবাহিকের তিথি অর্থাৎ ইন্দ্রানী পাল। এবার জানা গেল সেই ধারাবাহিকের নাম হতে চলেছে ‘নবাব নন্দিনী’। এসভিএফের প্রযোজনায় আসছে এই মেগা। নবাব হবেন রিজওয়ান আর নন্দিনী হবেন ইন্দ্রানী। 

সূত্রের খবর, ইন্দ্রাণী ও রিজওয়ান ছাড়া এই ধারাবাহিকে দেখা যাবে অনিমেষ ভাদুড়ী, অশোক মুখোপাধ্যায়, সেঁজুতি-সহ ছোট পর্দার এক ঝাঁক চেনা মুখকে। আলিপুরে বর্ধমান রাজবাড়ি ‘বিজয় মঞ্জিল’-এ প্রোমো শ্যুটও হয়ে গিয়েছে। দিনকয়েকের মধ্যেই তা চলে আসবে সামনে। লম্বা চুল, হালকা দাঁড়ি-গোঁফে দেখা মিলবে রিজওয়ানের। আরও পড়ুন: নতুন ধারাবাহিক দিয়ে ফিরছেন ‘সাঁঝের বাতি’র আর্য রিজওয়ান, বিপরীতে এই নায়িকা?

যত দূর জানা যাচ্ছে এই ধারাবাহিকের গল্প এক বনেদি বাড়ির। বাড়ির কর্তার এক ছেলে, তিন নাতি-নাতনি। ছোট নাতি নবাবের চরিত্রে রিজওয়ান। কর্তার ছেলের বউ ব্যবসার হাল ধরবে। তবে ব্যবসায় উন্নতি করতে সে ভুল পথে পা রাখতেও ভয় পায় না। এই অবস্থায় কেমন ভাবে হবে নবাব নন্দিনীর আলাপ-প্রেম, সেটাই দেখার!  ২৭ জুন থেকে শুরু হওয়ার কথা শ্যুটিং। জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হতে পারে সম্প্র

প্রসঙ্গত, রিজওয়ানের আগের ধারাবাহিকের নায়িকা ‘চারু’ ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায়-এর ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ শুরু হবে স্টার জলসায় সামনের সপ্তাহে। রিজওয়ান আর দেবচন্দ্রিমাকে একসঙ্গে দেখতে খুব পছন্দ করত দর্শক। এমনকী, খবর ছিল দু'জনে প্রেমও করছেন। এখন দু'জনের আলাদা আলাদা জুটি। টিআরপি-র লড়াইতেও মুখোমুখি, যদিও একই চ্যানেলের হয়ে! 

 

বন্ধ করুন