অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের মেয়ে শ্বেতার একমাত্র কন্যা নভ্যা। গোটা বচ্চন পরিবারের নয়নের মণি তিনি। দাদু-দিদিমা কিংবা মামার পথে হেঁটে অভিনয়ের দুনিয়ায় পা দেননি তিনি। তবে সোশ্যাল মিডিয়ার সেনসেশন এই সুন্দরী। নভ্যার নিজস্ব পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’ নিয়েও কম আলোচনা হয় না নেটপাড়ায়।
সদ্যই নভ্যার ভাই অগস্ত্যও রুপোলি দুনিয়ায় পা দিয়েছেন। কিন্তু অভিনয়ের প্রতি কোনও টান নেই নভ্যার। নভ্যা অভিনয়ের বদলে কর্পোরেট জগতকেই নিজের লক্ষ্য হিসাবে বেছে নিয়েছেন। তবে সুপারহিট নভ্যার পডকাস্ট শো। বচ্চন পরিবারের একাধিক রহস্য ফাঁস হয়েছে নভ্যা নাভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’য়। তবে সম্প্রতি আদিত্য ভাটের শো ‘কিসকা ব্র্যান্ড বাজেগা’তে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন নভ্যা। সেখানেই নিজের পডকাস্ট শো শুরুর ভাবনা এবং অনুপ্রেরণা নিয়ে কথা বলেন বচ্চনের নাতনি।
নভ্যা জানান, লকডাউনের সময় নিজের গোটা পরিবারের সঙ্গে লম্বা সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন তিনি। জীবনে প্রথমবার মা এবং দিদিমার সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনার সুযোগ আসে, তখন তাঁর উপলব্ধি হয় জীবনে চলার পথে এই বিষয়গুলো খুবই অবশ্যিক, অথচ সেই নিয়ে আগে কখনও কথা হয়নি। নভ্যা বলেন, ‘অনেক সময় এমনও হয় তুমি কোনও মানুষের সঙ্গে সারাজীবন কোনও মানুষের সঙ্গে কাটানোর পরেও হয়ত অনেক কথা বলে উঠতে পারো না, এটাই বাস্তব’। সেই ভাবনা নিয়েই নিজের পডকাস্ট শো শুরু করেছিলেন নভ্যা। যাতে সেই জরুরি আলোচনা গুলো অন্যদের কাছেও পৌঁছে দেওয়া যায়।
নভ্যার প্রেম জীবন নিয়েও কম চর্চা নেই। শোনা যায়, অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্বেতা-কন্যা। যদিও আনুষ্ঠানিকভাবে প্রেমের খবরে সিলমোহর দেননি দুজনেই। বাবার ব্যবসা সামলানোর পাশাপাশি ২০২০ সালে মেয়েদের জন্য একটি অনলাইন হেলথকেয়ার প্রোর্টাল (আরা হেলথ) শুরু করেছেন নভ্যা। এছাড়াও ‘নভেলি’ নামের একটি ক্যাম্পেন প্রোজেক্ট চালান এই স্টারকিড।
ফ্য়াশন ব়্যাম্পেও সমান সাবলীল তিনি। বচ্চন পরিবারের এই সদস্যা গত বছরের শেষে প্যারিস ফ্যাশন উইকে তাক লাগিয়েছে। বিশ্বের 'ফ্যাশন ক্যাপিটাল'-এ রেড হট পোশাকে ঝলমল করেছেন নভ্যা। তাঁকে উৎসাহিত করেছেন মা শ্বেতা বচ্চন, দিদিমা জয়া বচ্চন। হালে ঐশ্বর্য রায় বচ্চনকে ঘিরে চর্চায় বচ্চন পরিবার। বহুরানির সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে বচ্চন ফ্যামিলির, এমনই গুঞ্জন। অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সের গুজব লম্বা সময় ধরেই শোনা যাচ্ছে, তবে সেই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।