নওয়াজউদ্দিন সিদ্দিকি, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ এবং আরও বলিউড অভিনেতারা যারা বড় পর্দায় সুন্দরী নারীদের চরিত্রে অভিনয় করেছেন। এখানে তালিকা দেখুন...
1/6‘হাড্ডি’ ছবিতে নতুন লুকে নওয়াজউদ্দিন সিদ্দিকি। অভিনেতা এই লুকে ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ‘হাড্ডি’তে নওয়াজউদ্দিন সিদ্দিকির আগে, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ এবং আরও অনেক অভিনেতা যারা বড় পর্দায় একজন সুন্দরী নারীর চরিত্রে অভিনয় করেছেন।
2/6নওয়াজউদ্দিন সিদ্দিকি- আসন্ন রিভেঞ্জ ড্রামা 'হাড্ডি'-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এই ছবিতে মহিলার চরিত্রে দেখা যাবে নওয়াজকে। প্রকাশ্যে এসেছে ছবি থেকে তাঁর ফার্স্ট লুক। নওয়াজের অত্যাশ্চর্য অবতার অবশ্যই টক অফ দ্য টাউন হয়ে উঠেছে। কিন্তু, নওয়াজের আগে বলিউডের আরও অনেক অভিনেতাই বড় পর্দায় সুন্দরী হয়ে উঠেছেন।
3/6আয়ুষ্মান খুরানা- ড্রিম গার্লে, আয়ুষ্মান খুরানাকে সীতার পাশাপাশি রাধা হিসাবে দেখা গিয়েছিল। চরিত্রকে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা।
4/6রিতেশ দেশমুখ– অভিনেতা যখন বড় পর্দায় একজন মহিলা হয়ে ওঠেন তখন তাঁকে অবশ্যই আশ্চর্যজনক দেখায়। আমরা তাকে নারী অবতারে দুবার দেখতে পেয়েছি; একবার আপনা স্বপ্ন মানি মানি এবং পরে হামশাকল-এ।
5/6গোবিন্দা- যখন বড় পর্দায় একজন নারীর চরিত্রে অভিনয় করা অভিনেতাদের কথা বলি, তখন কীভাবে গোবিন্দকে ভুলতে পারি? ‘আন্টি নং ১’ মহিলার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় আমাদের উচ্চস্বরে হাসতে বাধ্য করেছে।
6/6কমল হাসান- ‘চাচি ৪২০’ নিঃসন্দেহে কমল হাসানের বড় পর্দায় অভিনয় করা সবচেয়ে আইকনিক ভূমিকাগুলির মধ্যে একটি। বড় পর্দায় চাচির চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় সকলকে মুগ্ধ করেছে।