বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan: আরিয়ান-কাণ্ডে ২রা এপ্রিল চার্জশিট দায়ের নয়, তিন মাস অতিরিক্ত সময় চাইল NCB

Aryan Khan: আরিয়ান-কাণ্ডে ২রা এপ্রিল চার্জশিট দায়ের নয়, তিন মাস অতিরিক্ত সময় চাইল NCB

আরিয়ান খান  (Deepak Salvi)

এখনও শেষ হয়নি আরিয়ান মামলার তদন্ত, চার্জশিট পেশ করতে ৯০ দিনের বাড়তি সময় চাইল এনসিবির বিশেষ তদন্তকারী দল। 

ফের চর্চায় আরিয়ান খান মাদক মামলা। চলতি মাসের শুরুতেই এনসিবি সূত্রে প্রকাশ্যে এসেছিল এই মামলায় শাহরুখ পুত্রকে কার্যত ক্লিনচিট দিতে চলেছে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। সূত্র মারফত এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়, পরে তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানায় এখনও তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। এবার কর্ডিলিয়া ক্রুজে ঘটা ২রা অক্টোবরের ঘটনার চার্জশিট পেশ করতে ৯০ দিনের অতিরিক্ত সময় চাইল এনসিবির বিশেষ তদন্তকারী দল (SIT)। এদিন মুম্বইয়ের সেশন কোর্টে অতিরিক্ত সময়ের আবেদন জানিয়েছে এনসিবি। আগামী  ২রা এপ্রিল এই মামলার চার্জশিট পেশের সময় বাঁধা ছিল। 
গত ২রা মার্চ বিশেষ তদন্তকারী দলের প্রধান সঞ্জয় সিং জানিয়েছিলেন আরিয়ানের বিরুদ্ধে  কোনও তথ্যপ্রমাণ মেলেনি এইকথা বলাটা ঠিক নয়, তদন্ত  প্রক্রিয়া জারি রয়েছে, সবদিক খতিয়ে দেখছে এনসিবি। কোর্ডিলিয়া ক্রুজে ঘটা ঘটনায় আরিয়ান-সহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শাহরুখ পুত্রের। 

২রা অক্টোবর এনসিবির হাতে আটক হওয়ার পরদিন গ্রেফতার হন আরিয়ান  খান। এরপর দফায় দফায় খারিজ হয়েছিল তাঁর জামিনের আবেদন। প্রায় একমাস জেলে  কাটানোর পর বম্বে হাইকোর্টের তরফে জামিনে মুক্তি পান আরিয়ান খান। এরপর গত ডিসেম্বরে প্রতি সপ্তাহে এনসিবি দফতরে হাজিরা দেওয়ার হাত থেকে আরিয়ানকে রেহাই দেয় কোর্ট। তবে সাফ জানিয়ে দেন দিল্লির বিশেষ তদন্তকারী দলের যখনই প্রয়োজন হবে তখন  হাজিরার জন্য ডাক পড়তে পারে আরিয়ানের। 

 

বন্ধ করুন
Live Score