বাংলা নিউজ > বায়োস্কোপ > খুদে প্রতিযোগিকে ‘যৌনতার গন্ধমাখা’ প্রশ্ন, সোনি চ্যানেলকে এপিসোড সারনোর নির্দেশ NCPCR-এর

খুদে প্রতিযোগিকে ‘যৌনতার গন্ধমাখা’ প্রশ্ন, সোনি চ্যানেলকে এপিসোড সারনোর নির্দেশ NCPCR-এর

বিতর্কে সুপার ডান্সার ৩

Super Dancer 3 Controvery: জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তোপের মুখে সোনি টিভি। নাচের রিয়ালিটি শো ‘সুপার ডান্সার ৩’তে সম্প্রচারিত এপিসোড ঘিরে বিতর্ক, ৫ বছরের খুদেকে ‘যৌনতাপূর্ণ ও অশ্লীল’ প্রশ্ন করার অভিযোগ অনুরাগ-গীতা-শিল্পার বিরুদ্ধে। 

বিতর্কের মুখে সোনি এন্টারটেনমেন্ট চ্যানেল! বছর দুয়েক আগে সম্প্রচারিত এক রিয়ালিটি শো-এর জন্য জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তোপের মুখে পড়ল এই বেসরকারি চ্যানেল। ‘সুপার ডান্সার ৩’-র একটি এপিসোড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, সেখানে এক খুদে প্রতিযোগিকে লাগাতার ‘যৌনতার গন্ধমাখা’ এবং ‘অশ্লীল’ প্রশ্ন করার অভিযোগ আনল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। প্রসঙ্গত, সুপার ডান্সার ৩-র বিচারকের আসনে ছিলেন অনুরাগ বসু, শিল্পা শেট্টি এবং গীতা কাপুর।

অবিলম্বে ওই এপিসোড সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন, শুধু তাই নয় এই ধরণের কনটেন্ট কেন সম্প্রচার করা হয়েছিল, সেই নিয়ে আগামী ৭ দিনের জবাবদিহিও চেয়েছে কমিশন। এদিন সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে NCPCR-এর তরফে পাঠানো চিঠির প্রতিলিপি টুইট করা হয়। 

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের অধ্যক্ষ প্রিয়াঙ্ক কানুনগো ওই চিঠিতে স্পষ্ট লিখেছেন, উল্লেখ্য এপিসোডে খুদে প্রতিযোগিকে একের পর এক অশ্লীল প্রশ্ন করে তাঁর অধিকার লঙ্খন করেছে বিচারকরা। জানানো হয়, টুইটারে ভাইরাল একটি ভিডিয়ো নজরে আসে কর্তৃপক্ষের। সেই ভিডিয়োতে বিচারকরা খুদে প্রতিযোগিকে যে সকল প্রশ্ন করেছে তা পুরোপুরিভাবে ‘অনুচিত’, ‘অশ্লীল’ এবং ‘যৌনতার গন্ধে ভরা’। একজন শিশুকে কখনই তাঁর বাবা-মা সম্পর্কে এহেন প্রশ্ন করা উচিত নয়, বলে মত কমিশনের।

কোন ভিডিয়ো নিয়ে বিতর্ক তা স্পষ্ট না হলেও, খুব সম্ভবত সুপার ডান্সার চ্যাপ্টার ৩-র প্রতিযোগী জয়দীপ নায়েককে ঘিরেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। সম্প্রতি এই প্রতিযোগির এক ভিডিয়ো ভাইরাল ফেসবুক-টুইটারে। পাঁচ বছরের জয়দীপ 'লুঙ্গি ডান্স' পারফর্ম করার আগে এবং পরে, তাঁকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিচারকরা। সেখানেই বাবা-মা'র সম্পর্ক নিয়ে বেফাঁস কিছু মন্তব্য করে বসে খুদে। কমিশনের তরফে চ্যানেলকে সচেতন করে বলা হয়েছে ভবিষ্যতেও এহেন কনটেন্ট সম্প্রচার না করতে, পাশাপাশি উপযুক্ত পদক্ষেপ না নিলে আইনানুগর ব্যবস্থা নেবে কমিশন। 

২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল ‘সুপার ডান্সার সিজন ৩’, সেইবার বিজেতার ট্রফি ওঠে বাংলার মেয়ে রূপসা বটব্যালের হাতে। ২০২১ সালে সম্প্রচারিত হয়েছে খুদেদের নিয়ে তৈরি এই ডান্স রিয়ালিটি শো-এর চতুর্থ সিজন। 

বায়োস্কোপ খবর

Latest News

মোদীর US সফরের আগে ভারত সরকারের নামে সেদেশে মামলা পান্নুনের, পঞ্জাবে তৎপর NIA অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে হতে পারে স্মৃতিশক্তি নষ্ট, বলছে গবেষণা IND vs BAN: অফ-স্পিনে ৩৯ বার আউট! কোহলিকে রোগ সারানোর কড়া দাওয়াই শাস্ত্রীর মলদ্বীপকে ৮৩৪ কোটি টাকার 'স্বস্তি' ভারতের, সাহায্যে আপ্লুত মুইজ্জুর সরকার India Under-19 বনাম Australia Under-19 ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? মশাল মিছিলের রাতে হঠাৎ দুর্যোগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা,‘যতই আসুক বৃষ্টি ঝড়…’ গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন শ্রীলঙ্কায়, কেন দ্বীপরাষ্ট্রের ভোটে নজর ভারতের? 'অনেক ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি…' মুখোশধারীদের নিয়ে মুখ খুললেন কৌশানী আজ কারা সঙ্গীর আচরণে উত্থান-পতন দেখতে পাবেন? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল জন্মদিনে ৫ উইকেট নিয়ে রিটার্ন গিফট দেশকে, অনন্য কৃতিত্বে রশিদ খানই বিশ্বের প্রথম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.