বিতর্কের মুখে সোনি এন্টারটেনমেন্ট চ্যানেল! বছর দুয়েক আগে সম্প্রচারিত এক রিয়ালিটি শো-এর জন্য জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তোপের মুখে পড়ল এই বেসরকারি চ্যানেল। ‘সুপার ডান্সার ৩’-র একটি এপিসোড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, সেখানে এক খুদে প্রতিযোগিকে লাগাতার ‘যৌনতার গন্ধমাখা’ এবং ‘অশ্লীল’ প্রশ্ন করার অভিযোগ আনল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। প্রসঙ্গত, সুপার ডান্সার ৩-র বিচারকের আসনে ছিলেন অনুরাগ বসু, শিল্পা শেট্টি এবং গীতা কাপুর।
অবিলম্বে ওই এপিসোড সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন, শুধু তাই নয় এই ধরণের কনটেন্ট কেন সম্প্রচার করা হয়েছিল, সেই নিয়ে আগামী ৭ দিনের জবাবদিহিও চেয়েছে কমিশন। এদিন সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে NCPCR-এর তরফে পাঠানো চিঠির প্রতিলিপি টুইট করা হয়।
জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের অধ্যক্ষ প্রিয়াঙ্ক কানুনগো ওই চিঠিতে স্পষ্ট লিখেছেন, উল্লেখ্য এপিসোডে খুদে প্রতিযোগিকে একের পর এক অশ্লীল প্রশ্ন করে তাঁর অধিকার লঙ্খন করেছে বিচারকরা। জানানো হয়, টুইটারে ভাইরাল একটি ভিডিয়ো নজরে আসে কর্তৃপক্ষের। সেই ভিডিয়োতে বিচারকরা খুদে প্রতিযোগিকে যে সকল প্রশ্ন করেছে তা পুরোপুরিভাবে ‘অনুচিত’, ‘অশ্লীল’ এবং ‘যৌনতার গন্ধে ভরা’। একজন শিশুকে কখনই তাঁর বাবা-মা সম্পর্কে এহেন প্রশ্ন করা উচিত নয়, বলে মত কমিশনের।
কোন ভিডিয়ো নিয়ে বিতর্ক তা স্পষ্ট না হলেও, খুব সম্ভবত সুপার ডান্সার চ্যাপ্টার ৩-র প্রতিযোগী জয়দীপ নায়েককে ঘিরেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। সম্প্রতি এই প্রতিযোগির এক ভিডিয়ো ভাইরাল ফেসবুক-টুইটারে। পাঁচ বছরের জয়দীপ 'লুঙ্গি ডান্স' পারফর্ম করার আগে এবং পরে, তাঁকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিচারকরা। সেখানেই বাবা-মা'র সম্পর্ক নিয়ে বেফাঁস কিছু মন্তব্য করে বসে খুদে। কমিশনের তরফে চ্যানেলকে সচেতন করে বলা হয়েছে ভবিষ্যতেও এহেন কনটেন্ট সম্প্রচার না করতে, পাশাপাশি উপযুক্ত পদক্ষেপ না নিলে আইনানুগর ব্যবস্থা নেবে কমিশন।
২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল ‘সুপার ডান্সার সিজন ৩’, সেইবার বিজেতার ট্রফি ওঠে বাংলার মেয়ে রূপসা বটব্যালের হাতে। ২০২১ সালে সম্প্রচারিত হয়েছে খুদেদের নিয়ে তৈরি এই ডান্স রিয়ালিটি শো-এর চতুর্থ সিজন।