বাংলা নিউজ > বায়োস্কোপ > Neel-Trina: মেকআপ ছাড়া তৃণাকে ‘কুকুর ছানা’ লাগে! ইনস্টায় নীলের ভিডিও দেখে রেগে আগুন গুনগুন

Neel-Trina: মেকআপ ছাড়া তৃণাকে ‘কুকুর ছানা’ লাগে! ইনস্টায় নীলের ভিডিও দেখে রেগে আগুন গুনগুন

নীল আর তৃণা। ছবি-ইনস্টাগ্রাম 

ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়ো শেয়ার করে একথা বলেন নীল!

নীল-তৃণার খুনসুটির মজা আরও একবার নিল নেটপাড়া। তবে, এবার যদিও বরকে ‘কঠিন জবাব’ দেওয়ার কথা ভেবেই রেখেছেন  পরদার ‘গুনগুন’। বুঝিয়ে দিয়েছেন এত সহজে মিটমাট হবে না এই ব্যাপার। 

শুক্রবার ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়ো শেয়ার করেন নীল।  যেখানে ক্যাপশনে লেখা আছে ‘তৃণার সাথে আমার ভিডিও কল’। আর দেখা যাচ্ছে নীলের ভিডিও কল রিসিভ করার পরই মুখ ভেসে উঠল একটা মিষ্টি কুকুর ছানার। আর অভিনেতাকে বলতে শোনা গেল, ‘বলেছি না তোমাকে মেকআপ না করে ফোন ধরবে না তৃণা। ঠিক আছে এভাবেও তুমি কিউট।’

ভিডিও শেয়ার করেই নীল ক্ষমা চেয়ে নেন তৃণার কাছে। লেখেন, ‘তৃণা প্লিজ আমায় এটার জন্য মেরে ফেলো না’। তবে ছেড়ে দেওয়ার পাত্রী যে তিনি নন তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। কমেন্ট সেকশনেই লিখেছেন, ‘ইসকা জবাব মিলেগা। কারার জবাব মিলেগা’।

নীলের এই ভিডিয়োতে কমেন্ট করেছেন রিমঝিম আর ঐন্দ্রিলা। রিমঝিম লিখেছেন, ‘যা তা’! আর ঐন্দ্রিলা লিখেছেন, ‘তুই শেষ নীল’!

নীল আর তৃণার জুটি সোশ্যাল মিডিয়ায় হট ফেভারিট। দর্শক-অনুরাগীরা ভালোবেসে তাঁদের ‘তৃণীল’ নামে ডাকেন। টলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম তাঁরা। দীর্ঘ বছরের সম্পর্কের পর বিয়ে করেন চলতি বছরেই। বেস্ট ফ্রেন্ডস থেকে সবসময় একসঙ্গে থাকা। দুষ্টুমিতে হাতে হাত মেলানো। জীবনের কঠিনতম সময় একসঙ্গে পেরিয়ে এসেছেন।  

বন্ধ করুন