প্রায় ১২ বছরের বেশি সময় ধরে একে-অপরকে চেনেন। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। পরে ২০২১-এর ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন টলিপাড়ার চর্চিত জুটি নীল-তৃণা। আজ আরও একটা ৪ ফেব্রুয়ারি। নীল-তৃণার তৃতীয় বিবাহবার্ষিকী। তবে জীবনের এই বিশেষ দিনেই শহরে নেই তৃণা। গেলেন কোথায়? তবে কি ফের নীলের সঙ্গে ঝগড়া চলেছে?
আজ্ঞে নাহ। তৃণা আপতত বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ছুটি কাটাচ্ছেন, আর সেটা তাঁর অভিনেতা স্বামী নীলের সঙ্গেই। নীল-তৃণার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বেশ বোঝা যায় তারকা দম্পতি শহরে নেই, তাঁরা রায়চকে বেড়াতে গিয়েছেন। এদিকে বিবাহবার্ষিকীর দিন দুজনেই রিল ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে তাঁদের বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত উঠে এসেছে। মজার সেই ভিডিয়োর ক্যাপশানে 'তৃনীল' লিখেছেন, ‘একে অপরকে খুন করে তিন বছরে পা।’ সেই সঙ্গে যদিও জুড়েছেন হাসির ইমোজি। সঙ্গে তৃণা লিখেছেন, ‘নীল তোমাকে সবকিছুর জন্য ভালোবাসি।’ ভিডিয়োতে তৃণার উদ্দেশ্যে চুমু ছুঁড়ে দিতে দেখা গিয়েছে নীলকে। সেই ভিডিয়োতে টলিপাড়ার বন্ধুবান্ধব থেকে সহকর্মী, সকলেই এই দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে বিবাহবার্ষিকীতে বেড়াতে যাওয়া প্রসঙ্গে তৃণা আনন্দবাজারকে জানান, ‘কাজের ব্যস্ততার ফাঁকে আমরা দুদিনের ছুটি নিয়ে রায়চকে বেড়াতে এসেছি। কলকাতায় ফিরেই আবার কাজে ফিরব।’ তৃণা আরও জানান, বিবাহবার্ষিকীতে বেড়াতে যাওয়ার এই পুরো পরিকল্পনাটাই আসলে নীলের সারপ্রাইজ। নীলই পরিকল্পনা করে, বুকিং করে বিষয়টা তাঁকে জানিয়েছেন।
প্রসঙ্গত, তিন বছরের বিবাহিত জীবনে ব্যক্তিগত ক্ষেত্রে নীল-তৃণাকেও সম্পর্কের চড়াই-উৎরাই-এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। মাঝে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে সব বাধা পার করে একসঙ্গেই রয়েছেন নীল-তৃণা। সুখে সংসার করছেন জনপ্রিয় জুটি 'তৃনীল'।
কাজের ক্ষেত্রে এই মুহূর্তে 'লাভ বিয়ে আজকাল' ধারাবাহিকে দেখা যাচ্ছে তৃণা সাহাকে। অন্যদিকে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিক শেষের পর আপাতত নীল টেলি পর্দা থেকে কিছুদিনের বিরতিতে রয়েছেন। তবে একটা নতুন ধারাবাহিকের কাজের বিষয়ে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে বলে খবর। এরই মাঝে ওয়ের সিরিজেরও শ্যুটিং সারছেন টলিপাড়ার এই জনপ্রিয় দম্পতি। এদিকে নীল-তৃণা অভিনীত 'তিলোত্তমা' জুটিটেও মুক্তির অপেক্ষায় রয়েছে।