এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’। সবে সতীন-কাঁটা থেকে মুক্ত হয়েছে পর্ণা। ইশার সঙ্গে সৃজনের বিয়েটা ভেস্তে গিয়েছে শুধু তাই নয়, ইশা-সহ বাবুর মায়ের আসল চেহারা প্রকাশ্যে এনেছে পর্ণা। কিন্তু মেগা সিরিয়ালের গল্পে সবকিছু মসৃণ হলে তো মুশকিল!
তাই কাহিনিতে নতুন টুইস্ট! মঙ্গলবারের এপিসোডেই পর্ণা এবং তাঁর প্রাণের বান্ধবী রুচিরার ভুল বোঝাবুঝির কিছু ঝলক সামনে আসবে। তার মাঝেই এসে গেল সিরিয়ালের বিস্ফোরক প্রোমো। সেখানেই দেখা গেল ‘ব্রেকিং নিউজ’- রুচিরাকে খুনের দায়ে গ্রেফতার সাংবাদিক আলোকপর্ণা দত্ত! মিথ্যে মামলায় গ্রেফতারির পর পর্ণা মনে মনে স্মরণ করছে সৃজনকে। ওদিকে বাইকে চড়ে সৃজনের পণ-'আমি আসছি পর্ণা'। এই প্রোমো দেখে মাথায় হাত দর্শকদের।
সোশ্যাল মিডিয়ায় এমনও রটনা, রুচিরা ওরফে সৌম্যি নাকি এই সিরিয়াল থেকে সরে দাঁড়াচ্ছেন। সেই কারণেই সিরিয়ালে এমন ট্র্যাক হাজির। উদ্বিগ্ন ভক্তরা। সত্যিটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল সৌম্যির সঙ্গে। নিম ফুলের মধুর সেট থেকেই ফোন ধরলেন অভিনেত্রী। হাসিমুখে জবাব, ‘না, আমি সিরিয়াল ছাড়ছি এমনটা নয়। একটা নর্ম্যাল স্টোরি এসেছে যে গুণ্ডারা আমাকে গুলি করে দিচ্ছে। আমি আবার বেঁচে ফিরব, মরে যাচ্ছি এমনটা নয়। পর্ণা আমাকে উদ্ধার করবে’।
পর্ণা-সৃজনের তেঁতো মেশানো মিষ্টি দাম্পত্যের গল্পের পার্শ্বচরিত্রগুলোও সমানভাবে জনপ্রিয়। যার অন্যতম সৌম্য চক্রবর্তী অভিনীত রুচিরা চরিত্র। পর্ণার বেস্ট ফ্রেন্ড হওয়ার পাশাপাশি এখন নায়িকার ছোট জা সে। নিম ফুলের মধু-র সফর নিয়ে বলতে গিয়ে সৌম্যি জানালেন,'আমাকে যখন প্রথম অফার করা হয় চরিত্রটা হিরোইনের বান্ধবী হিসাবে আমি করতে চাইনি। কিন্তু আমাকে সকলে উৎসাহ দিয়েছেন এটা করার জন্য। তাঁরা বলেছিল, চরিত্রটা খুব ভালো হবে। আস্তে আস্তে গল্প এগানোর পর দেখলাম সত্যি তাই। তারপর জনপ্রিয়তা পেল, মানুষের মন জয় করল। এখন খুব ভালো লাগছে'।
পর্ণা-রুচিনার অনস্ক্রিন রসায়ন তো সুপার-ডুপার হিট, অফস্ক্রিনে কেমন বন্ধুত্ব? খুব ভালো বন্ডিং। অনস্ক্রিনে দর্শক যেমনটা দেখে, অফস্ক্রিনেও তেমনই। পল্লবীদি তো নিজের মেকআপ রুমে থাকেই না। আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করা, আড্ডা মারা,সবই চলে। খুব হইহই করে কাজটা করি। পর্ণার সঙ্গে শুধু আমার নয়, সবার বন্ডিং খুব ভালো। যখন সময় পাই আমাদের গান-বাজনার আসর বসে। খুব মজা হয়'।
পরিবার, এমনকী সৃজনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেওর চয়নের সঙ্গে ‘রুচি’র বিয়ে দিয়ছে পর্ণা। বেস্ট ফ্রেন্ড তথা ছোট জা-কে কীভাবে গুণ্ডাদের হাত থেকে উদ্ধার করবে পর্ণা? এখন সেটাই দেখবার।