প্রত্যেকবারের মতো এবারও বারবার আলোচনায় উঠে আসছে গানের রিয়ালিটি শো 'সারেগামাপা'। সেই মঞ্চেই বিচারক নীতি মোহনকে কাঁদিয়ে দিলেন প্রতিযোগী কার্তিক কৃষ্ণমূর্তি। রবিবার সম্প্রচারিত হবে এই শোয়ের ফ্যামিলি স্পেশাল পর্ব। সেখানেই কার্তিকের জন্য 'মা মেরি মা' গান শুনে অঝোরে কাঁদলেন নীতি।
কার্তিক কৃষ্ণমূর্তি চেন্নাই-এর বাসিন্দা। যিনি কিনা অটিজিম-এ আক্রান্ত। চিকিৎসা অটিজমের কারণেই লোকজনের সঙ্গে কথা বলা, নিজের মনের ভাবপ্রকাশ করতে সমস্যা হয় কার্তিকের। কথা ঠিক মতো বলতে না পারার কারণে, মনের ভাব প্রকাশ না করতে পারার কারণে দীর্ঘ ২৭ বছর নিজের মায়ের সঙ্গে কথা বলেননি কার্তিক। সারেগামাপা-র মঞ্চে 'মা মেরি মা'গানের মাধ্যমে নিজের ভালোবাসা, আবেগ প্রকাশ করলেন কার্তিক। শুধু গান গাওয়াই নয়, সারেগামাপা-র মঞ্চে কার্তিক নিজের মায়ের উদ্দেশ্যে বলেন, ‘আম্মা আপকে বিনা ম্যায় কুছভি নেহি, I love you Maa’।
ছেলের মুখে এতবছর পর একথা শুনে কেঁদে ফেলেন ওই কার্তিকের মা। তিনি বলেন, ‘কার্তিক আমাদের কাছে অমূল্য রত্ন, ও যেমনই হোক, আমাদেরই সন্তান।’ এই আবেগঘন মুহূর্তে কেঁদে ফেলেন বিচারকের আসনে থাকা গায়িকা নীতি মোহন। আবেগতাড়িত হয়ে পড়েন উপস্থিত অন্যান্যরাও।
আরও পড়ুন-‘সইফের সঙ্গে এই বিষয়টা…আমায় খুবই কষ্ট দেয়’, কেন বলছেন করিনা!
এদিন গান শুনে আবেগতাড়িত নীতি মোহন বলেন, ‘ম্যায় বাস ইয়ে কেহনা চাহুঙ্গি, হুমনে ভগবান দেখে নাহি হ্যায়, পর আজ মেহসুস কর লিয়ে হ্যায়’ (আমি ঈশ্বরকে দেখিনি কিন্তু আজ ঈশ্বরকে অনুভব করতে পেরেছি)।'
প্রসঙ্গত, কার্তিক কৃষ্ণমূর্তিক গাওয়া 'মা মেরি মা' গানটি একটি মৌলিক গান, এটি লিখেছেন রবিকেশ বৎস। আর সুর দিয়েছেন রথীজিৎ ভট্টাচার্য।
কার্তিকের মা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। কার্তিক নিজের এই অবস্থা সত্ত্বেও আমাদের জন্য সর্বদা বিশেষ হয়ে থাকবে। অল্প বয়সে রোগ নির্ণয় হওয়া সত্ত্বেও, আমরা তার অটিজমের কারণে অনেক সংশয় এবং আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। অনেকেই ওকে তাকে ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। কিন্তু কার্তিক আমাদের সন্তান এবং আমরা ওকে কখনোই দোষারোপ করিনি। ও অনন্য এবং আমরা ওকে সেভাবেই লালন করি।’