বড়দিনে প্রকাশ্যে এল রাহার ছবি। ২০২২ এ নভেম্বর মাসে জন্ম হয় আলিয়া এবং রণবীরের মেয়ে রাহার। তার প্রায় এক বছর পর এই প্রথম ক্রিসমাস উপলক্ষ্যে মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। রাহার ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। সে এত বেশিই মিষ্টি যে ছবি প্রকাশ্যে আসা মাত্রই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। তারপরই রাহার সঙ্গে কাপুর বংশের একজন বিশেষ মানুষের সঙ্গে মিল পেল নেটিজেনরা। কে বলুন তো? রাজ কাপুর।
রাহার সঙ্গে রাজ কাপুরের মিল
এদিন আলিয়া এবং রণবীর মেয়ে রাহাকে নিয়ে বাইরে আসেন। ছোট্ট রাহাকে গোলাপি জামা পরে থাকতে দেখা যায়। সঙ্গে দুটো ঝুঁটি বাঁধা তার মাথায়। তবে সবার নজর কাড়ল রাহার চোখ দুটো। একরত্তির চোখের সঙ্গে তাঁর দাদুর বাবা, অর্থাৎ প্রপিতামহ রাজ কাপুরের চোখের মিল আছে। তবে কেবল রাজ কাপুর নয়, ঋষি কাপুরের চোখের সঙ্গেও মিল আছে রাহার। ছোট্ট রাহার ছবির সঙ্গে ঋষি কাপুরের ছোটবেলার ছবির বেশ মিল আছে। সেই একই রকমের গোলগোল গাল, গোলাপি ঠোঁট।
আরও পড়ুন: কলেজে না গিয়ে বিমানসবিকাকে নিয়ে ডেটে যান সইফ! করণের কফির আড্ডায় ছেলের গল্প ফাঁস শর্মিলা ঠাকুরের
আরও পড়ুন: রণবীরের বাহুডোরে আলিয়া, ক্রিসমাসের আমেজে মজে বলিউড, কী করলেন অর্জুন-অনন্যা-সিদ্ধার্থরা?
কে কী বলছেন?
কেউ কেউ আবার বলেন যে কেবল রাজ বা ঋষি কাপুর নয়, রাহার সঙ্গে পিসি করিশ্মা কাপুরের বেশ মিল আছে। একজন লেখেন, 'ঋষি কাপুরের জেরক্স কপি।'
রাহা প্রসঙ্গে
২০২২ সালের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে হয় তাঁদের। বিয়ের কয়েকদিনের মধ্যে তাঁরা তাঁদের সন্তান আসার কথা জানান। এরপর নভেম্বর মাসে জন্ম হয় রাহার।