করোনাকালে উঠে এসেছিল তাঁদের পরকীয়ার চর্চা। সেইসময় পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করে জোর গলায় শ্রীময়ী চট্টরাজ বলেছিলেন, কাঞ্চনের সঙ্গে তাঁর দাদা-বোনের সম্পর্ক। অথচ এখন তিনি কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী। আইনি বিয়ে সেরেছেন গত ১৪ই ফেব্রুয়ারি, ৬ই মার্চ সাত পাকে বাঁধা পড়বেন কাঞ্চন-শ্রীময়ী। তার আগে ‘শহর থেকে অনেক দূরে’ টলিউডের নবদম্পতি। আরও পড়ুন-‘এই বয়সে ডিভোর্সি হয়ে কেমন লাগছে?’ বিচ্ছেদ নিয়ে কটাক্ষ, যোগ্য জবাব পিঙ্কির
গত রবিবার সামনে এসেছে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের খবর, তারপর থেকে চর্চা থামছে না এই জুটিকে নিয়ে। এর মাঝেই শুক্রবার কাঞ্চনের সঙ্গে একান্ত যাপনের মুহূর্ত ভাগ করে নিলেন শ্রীময়ী। সামাজিক বিয়ের আগেই বরের সঙ্গে মিনি হানিমুনে অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন বোল্ড অবতারে।
কোথায় গিয়েছেন তাঁরা? খোলসা করেননি শ্রীময়ী। শুধু লিখেছেন, ‘শহর থেকে অনেক দূরে…’। আর ক্যাপশনে জানিয়েছেন, তাঁর এই ছবি গুলো তুলেছে ‘মিস্টার মল্লিক’। বিয়ের পর কাঞ্চনদা এখন শ্রীময়ীর কাছে মিস্টার মল্লিক।
সমুদ্রের পাড়ের কোনও রিসর্টের ব্যালকনিতে ভেজা শরীরে দাঁড়িয়ে রয়েছেন শ্রীময়ী। তাঁর পরনে শ্যাওলা সবুজ জাম্পস্যুট। পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে লাল অন্তর্বাস। শ্রীময়ীর এই ছবি দেখেই কটাক্ষের বন্যা নেটপাড়ায়। ধেয়ে এল যৌনগন্ধী ব্যঙ্গ-বিদ্রুপ। কাঞ্চন ঘরণী অবশ্য পালটা উত্তর দেননি। তবে সকলে ট্রোল করেছেন এমন নয়। শ্রীময়ীর শুভাকাঙ্খীরা লিখেছেন, ‘দুজনে ভালো থেকো’।
শ্রীময়ীর বয়স ২৬, কাঞ্চনের ৫৩। অর্থাৎ দ্বিগুণ বয়সের ডিভোর্সি পুরুষকে বিয়ে করেছেন শ্রীময়ী। পিঙ্কির স্বামী থাকাকালীনই শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক শুরু কাঞ্চনের। তার আগে অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে বিয়ে করেছিলেন কাঞ্চন। ২০১০ সালেই ভাঙে প্রথম বিয়ে। পিঙ্কিকে ডিভোর্স দেওয়ার ২৩ দিনের মধ্যেই শ্রীময়ীকে বিয়ে করেছেন উত্তরপাড়র তৃণমূল বিধায়ক। এই প্রসঙ্গে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, ‘সমাজের হয়তো খুব খিল্লি করতে ইচ্ছে করছে, কিন্তু, যখন কোনও মানুষ সম্পর্ক গড়ে, তখন তো ভাঙার জন্য করে না। সকলেই নিজের সম্পর্ক বাঁচিয়ে রাখতে চায়। এবার কোনও সম্পর্ক টিকছে না মানেই যে তাঁরা খারাপ তা নয়। হয়তো অনেককিছু ভেবেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছে বেরিয়ে আসার। অনেক মানুষের দুই-তিনটে বিয়ে থাকতে পারে। আমি বা আমার পরিবার অতীত নিয়ে চর্চা করতে পছন্দ করি না। এটা আমার সঙ্গেও হতে পারত। মানুষটা তো তুচ্ছ নয়। নতুনভাবে শুরু করেছি। আমার কাছে তৃতীয়বার-চতুর্থবার কোনও ব্যাপারই না।’