ঘটনা শনিবার রাতে ডিনার ডেটে গিয়েছিলেন তাপসী পান্নু। সেখান থেকেই ফিরছিলেন, নিত্যদিনের মতো রেস্তোরাঁ থেকে বের হতেই ঘিরে ধরল পাপারাৎজিরা। যেমনটা তারকাদের ক্ষেত্রে হয়ে থাকে আর কি! কিন্তু একী ক্যামেরার সামনে পোজ দেওয়ার বদলে বেজায় চটলেন তাপসী।
পাপারাৎজির অ্যাকাউন্টে উঠে এসেছে তাপসীর রেগে যাওয়ার সেই মুহূর্তটি। যেখানে দেখা যাচ্ছে রেস্তোরাঁ থেকে বের হতেই পাপারাৎজির ক্যামেরা দেখে বেজায় বিরক্ত হন তাপসী। পাপারাৎজির উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, ‘দয়া করে সরে যান, নইলে আপনিই বলবেন আপনার ধাক্কা লেগেছে। দয়া করে সরুন। আমি শান্তভাবে বলছি, না হলে আপনিই বলবেন যে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছে। দয়া করে সরুন’। তাপসীর কথায় যাঁরা তাঁর পথ আটকে ছিলেন, তাঁরা সরেও দাঁড়ান। এরপর তাপসী তাঁদের ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়েন। এরপর এক পাপারাৎজো তাপসর উদ্দেশ্যে পাল্টা বলেন, ‘ধন্যবাদ, বাই তাপসীজি, আপনি সত্যিই ভালো।’ গাড়ির দরজা বন্ধ করতে করতেও তাপসী আবারও তাঁদের পাল্টা ধন্যবাদ বলেন।
‘অমিতাভ আফগান নাগরিক, বিগ বি-র পৌরুষ আছে, শাহরুখ তো শুধু মেয়েদের সঙ্গে নাচেন’, বলছে তালিবানরা
এই ভিডিয়োর নিচে নেটনাগরিকদের নানান মন্তব্য উঠে এসেছে। কেউ তাপসীর সমর্থনে সুর চড়িয়ে লিখেছেন, ‘তাপসী ঠিকই করেছেন, মিডিয়ার লোকজন সবসময় কেউ আবার তাপসীর এমন ব্য়বহারে বিরক্ত হয়ে লিখেছেন, ‘লোকজনের কীইবা দরকার এদের ছবি তুলতে যাওয়ার!’ কারোর কথায়, ‘পাপারৎজির উচিত এই মহিলাকে এড়িয়ে চলা।’ কারোর দাবি, ‘তাপসী তো যখন দেখি এই কথাটাই বলেন, সরে দাঁড়ান।’ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘ভবিষ্যতের জয়া বচ্চন’।

তাপসীর ভিডিয়োতে নেটপাড়ার মন্তব্য
এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই (১৩ অক্টোবর) মুক্তি পাবে তাপসী পান্নু প্রযোজিত ছবি ‘ধক ধক’।রোড ট্রিপের এই ছবিতে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ, দিয়া মির্জা এবং সঞ্জনা সংঘ। Viacom18 Studios এবং Taapsee Pannu's Outsiders Films এই এই ছবির প্রযোজনা করেছে। ছবির চিত্রনাট্য লিখেছেন পারিজাত যোশী, পরিচালনা করেছেন তরুণ দুদেজা। ২০২২-এর Blrr-এর পর এই ছবিটি তাপসী পান্নুর দ্বিতীয় প্রযোজনা যেটি Zee5-এ মুক্তি পেতে চলেছে।