মুম্বইয়ে এক পার্টিতে বোন সমীক্ষা পেডনেকরের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। ভূমির বোন সমীক্ষার জন্মদিন পার্টি। রবিবার মুম্বইয়ের সেই পার্টিতে যোগ দেন কাজল এবং অজয় কন্যা নাইসা দেবগনও। পাশাপাশি শাহরুখ খান এবং গৌরী খানের ছেলে আরিয়ান খান উপস্থিত ছিলেন। ওরহান আওয়াত্রামানি যিনি অরি নামেও পরিচিত, তাঁকেও পার্টিতে দেখা গিয়েছে।
পার্টিতে প্রবেশের মুখে পাপারাৎজ্জির উদ্দেশ্যে পোজ দেন ভূমি এবং সমীক্ষা। এ দিন ভূমিকে অফ শোল্ডার ন্যুড রঙের আউটফিটে দেখা মিলেছে। ম্যচিং প্যান্টও পরেছেন অভিনেত্রী। কালো আউটফিটে নজরকাড়া লুকে অভিনেত্রী বোন তথা উদ্যোক্তা সমীক্ষা। কমলা রঙের ক্রপ টপ এবং জিনস পরে পার্টিতে যোগ দেন নাইসা। সম্পূর্ণ কালো আউটফিটে দেখা মেলে শাহরুখ পুত্র আরিয়ানের। আরও পড়ুন: নিকের কনসার্টে তুমুল নাচ প্রিয়াঙ্কার, গলা ফাটালেন স্বামীর জন্য, ভাইরাল ভিডিয়ো
বলিউড তারকাদের একাধিক সময় মুম্বইয়ে নানা পার্টিতে যোগ দিতে দেখা যায়। তাঁদের পার্টি লুক নিয়ে প্রচুর চর্চা চলে। তাঁদের সঙ্গে মাঝে মাঝে আরিয়ান খানের বোন সুহানা খানের পাশাপাশি অর্জুন রামপালের মেয়ে মাহিকা রামপাল, প্রয়াত শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর এবং সাইফ-অমৃতা পুত্র ইব্রাহিম আলি খানের মতো অন্যান্য তারকা সন্তানরা যোগ দেন।
ভূমিকে শেষবার দেখা গিয়েছিল পরিচালক শশাঙ্ক খৈতানের ‘গোবিন্দ নাম মেরা’ ছবিতে। ছবিতে আরও অভিনয় করেছেন ভিকি কৌশল এবং কিয়ারা আডবানি। গত বছর ডিসেম্বরে ছবিটি মুক্তি পেয়েছে। করণ জোহরের প্রযোজনায় ছবিটি ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হয়েছে। তাঁকে আগামীতে ‘ভিড়’ এবং ‘ভক্ষক’-এ দেখা যাবে। অর্জুন কাপুরের সঙ্গে আগামীতে ‘দ্য লেডি কিলার’ ছবিতে দেখা যাবে।
বাবার মতো ক্যামেরার সামনে আসার ইচ্ছে একেবারেই নেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। ফিল্ম মেকিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন শাহরুখ-গৌরী পুত্র। শোনা গিয়েছিল নেটফ্লিক্সেই আসবে আরিয়ানের বানানো সিরিজ। আর যার প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরির হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আপাতত এই ওয়েব সিরিজের কাজ নিয়ে মহা ব্যস্ত তিনি।
২০২২-এর শুরু থেকেই কেরিয়ারে ফোকাস করতে দেখা গিয়েছে আরিয়ানকে। নাইট রাইডার্সের নিলামি থেকে শুরু করে আইপিএলের ম্যাচ চলাকালীন মাঠে থাকা, বাবার থেকে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। গোটা বছরটাই তাঁর দেখা মিলেছিল একাধিক বলিউডের পার্টিতে। একসময় অবশ্য এসব থেকে নিজেকে দূরেই রাখতেন তিনি।