রবিবার জোনাস ব্রাদার্সের লাস ভেগাস কনসার্ট দেখতে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শো উপভোগ করার পাশাপাশি দর্শকদের মধ্যে থেকে স্বামী নিক জোনাসের জন্য গলা ফাটিয়েছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার এক ফ্যান অ্যকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রাণ খুলে নাচছেন অভিনেত্রী।
ভিডিয়োতে ঝলমলে কালো পোশাকে ধরা দেন প্রিয়াঙ্কা। একটি কালো পশমের ওভারকোটও পরেছিলেন। স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে কনসার্ট থেকে বেশ কিছু ঘনিষ্ঠ এবং একক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিক জোনাস। ক্যাপশনে লেখা, ‘তোমার সঙ্গে ভেগাসে’। ছবিগুলি ইনস্টাগ্রাম পোস্টে রি-শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমিই সেই ডানা যা আমাকে উড়তে শেখায়’।
আরও পড়ুন: ৪৮ বছর ধরে অনুতাপ, ‘শোলে’ নিয়ে শত্রুঘ্নর এই ভুলই তারকা বানিয়ে দিয়েছে অমিতাভকে

লাস ভেগাস থেকে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছবি শেয়ার করেছেন নিক জোনাস।
জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। আর সেখানেই প্রথম একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও। এর পরেও অবশ্য নিয়াঙ্কাকে ইনস্টাগ্রামে মেয়ের মুখের ছবি পোস্ট করতে দেখা যায়নি। তবে সময় বদলেছে।
রবিবার সকাল সকাল মেয়ে মালতীর সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই একরত্তির মুখের পরিস্কার ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা গিয়েছে একরত্তি মালতীকে কোলে আগলে বসে তিনি। সাদা টপের উপর বাদামী রঙের জ্যাকেট, চোখে চশমা পরে দেশি গার্ল। অন্যদিকে গোলাপি রঙের সোয়েটার এবং প্যান্ট পরে মালতী, মাথায় আবার হেয়ারব্যান্ডও পরেছে।
দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে কালো ফ্লোরাল প্রিন্ট পোশাক পরে প্রিয়াঙ্কা। মালতীকে নিয়ে বিছানায় শুয়ে দেশি গার্ল। একরত্তিকে বুকে আগলে রয়েছেন গ্লোবাল আইকন। মালতীর পরনে সাদা প্রিন্টেড জামা-প্যান্ট। পোস্টের ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘এইরকম দিনগুলি’। একরত্তি মেয়ের সঙ্গে অভিনেত্রীর ছবি দেখে ভালোবাসা ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
নিজের প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইন সহ একাধিক ব্যবসা রয়েছে প্রিয়াঙ্কার। শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার জন্য প্রচার চালাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কার পরবর্তী হিন্দি ছবি ‘জি লে জারা’। আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে দেখা যাবে তাঁকে। মূলত রোড ট্রিপ নিয়ে এগোবে এই ছবির গল্প। সব ঠিক থাকলে এ বছরই শুরু হবে ছবির শ্যুটিং। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা পাকা করেছেন। আগামীতে হলিউডি ছবি টলাভ এগেইন'-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে।