ওজন বাড়ানো বা কমানো, শরীরে সামান্য পরিবর্তনেই ট্রোলের মুখে পড়তে হয় তারকাদের। ‘মোটা হওয়া’ নিয়েও যেমন কটাক্ষ চলে, তেমন কখনও ওজন কমানো হয়ে ওঠে সমালোচনার কারণ। নতুন বছরে দুটি ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন সোশ্যাল মিডিয়াতে। আর সেখানেই বডি শেমিংয়ের মুখে পড়তে হল অঙ্কুশ হাজরার বান্ধবীকে।
বগুনি নাইটস্যুটে দুটি ছবি শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়াতে। আর সেই পোস্টেই হাজির নিন্দকেরা। একজন লিখলেন, ‘ইসসস, এটা কে! কী বাজে লাগছে। না বলে থাকতে পারলাম না।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘অসুস্থ রুগী লাগছে’। তৃতীয়জনের কমেন্ট, ‘এর আগেই তোমাকে খুব মিষ্টি দেখতে লাগত। যত রোগা হচ্ছে মুখটা বাজে হয়ে যাচ্ছে।’
অবশ্য এসব ট্রোলে অঙ্কুশ-বান্ধবী কোনওদিনই সেভাবে পাত্তা দেন না। এর আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোগা হওয়া নিয়ে ওঠা ট্রোলে ঐন্দ্রিলা জবাব দিয়েছিলেন, ‘আমায় কেমন দেখতে লাগবে সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি লোকের কথায় কেনই বা কান দেব। আর আমি সোশ্যাল মিডিয়ায়র এত মন্তব্যও পড়িও না। বেশি গুরুত্ব দিলেই সমস্যা।’
ইতিমধ্যেই ম্যাজিক, লাভ ম্যারেজ-এর মতো ছবিতে অভিনয়ে করেছেন ঐন্দ্রিলা। কেরিয়ার শুরু করেছিলেন অবশ্য ছোট পর্দা দিয়ে। একসময় ওজন নিয়ে কম কথা শুনতে হয়নি। প্রথম ছবির সময়তেও হয়েছিল অনেক ট্রোল। তবে ওজন ঝরিয়ে এখন তিনি অনেকটাই ফিট। নিজেকে বদলে ফেলেছেন আদ্যোপান্ত।
অঙ্কুশের আগামী ছবি ‘মির্জা’র নায়িকা ঐন্দ্রিলা। অ্যাকশন ঘরনার এই সিনেমার প্রযোজক অঙ্কুশই। পরিচালনা সুমিত সাহিলের। এই অ্যাকশন ড্রামায় তাঁকে দেখা যাবে এক মাছ বিক্রেতার চরিত্রে। নাম মুসকান।
'মুসকান'-এর লুক শেয়ার করে লেখা হয়েছিল ‘BRUTALITY.. CRUELTY.. VIOLENCE.. AND BETRAYAL’। মানে বেশ চমক থাকছে। যা নিয়ে রহস্য করেই হিন্দুস্তান টাইমস বাংলাকে ঐন্দ্রিলা জবাব দিয়েছিলেন, ‘মির্জা হল অ্যাকশন ছবি। আর আমি 'মুসকান'ও সেই দুনিয়ার-ই একটা চরিত্র। এখানে একেবারেই আমাকে অন্যরকমভাবে দেখতে পাবেন। আর কিছু বলব না (হাসি)…’
নিজের চরিত্রের খানিকটা আভাস দিয়ে সেই সময় জানিয়েছিলেন, ‘মুসকান হল মাছের বাজারে থাকা অনেক ছেলে, মহিলাদের মধ্যে একজন সুন্দরী। তবে ওই মাছওয়ালি হওয়ার জন্য যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দরকার, সেটার জন্য নিজেকে তৈরি করেছি। কারণ, মাছের বাজারে বসেই আমায় শ্যুট করতে হবে। যাতে মাছ বাজারের গন্ধটায় অসুবিধা না হয়, তার জন্য আমি বেশ কিছু দিন মাছ বাজারে গিয়েছি। সেখানে গিয়ে প্রথমে আমি প্রায় বমি করে ফেলি, তারপর সেটা ঠিক হয়ে যায়। কারণ ওখানেই শ্যুটিং হবে। তাই এটার সঙ্গে আমায় অভ্যস্ত হতেই হত। এগুলি সবই চরিত্রের জন্যই করেছি।’