রাজভবনের সিসিটিভি ফুটেজ হাতে এসেছে লালবাজারের। সেই ফুটেজ দেখে রাজভবনের তিন কর্মচারীকে তলব করা হয়েছিল। তাঁদের মধ্যে এক সচিব ও চিকিৎসক রয়েছেন। লালবাজার সূত্রে খবর, তাঁদের কেউ হাজির হননি। সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের পরিচয় জানার জন্য স্কিনশট তুলে রাজভবনে পাঠানো হয়েছে।
রাজভবনের অস্থায়ী কর্মী অভিযোগের ভিত্তিতে 'শ্লীলতাহানির' তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সেই তদন্ত ব্যক্তি রাজ্যপালের বিরুদ্ধে নয়। কারণ, রাজ্যপাল সংবিধানের রক্ষাকবচ পান। তাই তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারী তদন্ত করতে পারে না পুলিশ। তাই তারা নির্দিষ্ট অভিযোগের তদন্ত করছে।
‘বয়ানের সঙ্গে ফুটেজের মিল’
তদন্তের সূত্র ধরেই রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চায় লালবাজার। কিন্তু সেখান থেকে কিছু দেওয়া হয়নি। এরপর পূর্ত দফতরের কাছ থেকে ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ দেখে যে অভিযোগকারীর বয়ানের সঙ্গে ফুটেজের কিছু অংশ মিলেও গিয়েছে। মহিলার বক্তব্যের সময় মিলেছে বলেও দাবি করা করেছে পুলিশ সূত্র।
আরও পড়ুন। রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন তরুণী? পুলিশের হাতে ‘বিস্ফোরক ফুটেজ’ 'সাচ কা সামনা'
আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারিণী জানিয়েছিলেন, তিনি ২ মে রাজভবনের কনফারেন্স রুমে 'শ্লীলতাহানি'র শিকার হয়েছিলেন। ওই ঘটনার পর তিনি সচিবের ঘরে যান। সেখানেই ওই চিকিৎসককে দেখা গিয়েছে। ফুটেজেও তাঁকে সচিবের ঘরে ঢুকতে দেখা গিয়েছে।
‘কাঁদতে’ দেখা গিয়েছে তরুণীকে
অন্যদিকে টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, ‘নিগৃহীতা’ ওই তরুণী কাঁদতে কাঁদতে রাজভনের সিঁড়ি দিয়ে নেমে আসছেন।
আরও পড়ুন। ‘বাধ্য করা হচ্ছে অভিযোগ প্রত্যাহারে,’ সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে রেখা শর্মা
আরও পড়ুন। ভুল উচ্চারণ,মোহনবাগানের নামে জুড়ল ATK, গলদ ইস্টবেঙ্গলের লোগোয়, সেমসাইড গোল BJP-র
বৃহস্পতিবারই রাজভবনের তরফ থেকে ২ মে বিকেল সাড়ে পাঁচটার পরের সময়কার সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজভবনের একদিকে পুলিশের ঘেরাটোপ রয়েছে। তার মধ্য়ে দিয়েই মহিলা ভিতরে প্রবেশ করছেন। ১০ মিনিটের যে ফুটেজ দেখানো হয়েছে, তাতে ওই মহিলাকে একাই হেঁটে যেতে দেখা যাচ্ছে। কিন্তু পুলিশের দাবি তাদের কাছে ফুটেজ রয়েছে তাতে ওই মহিলা কাঁদতে কাঁদতে বের হচ্ছেন।
আরও পড়ুন। ‘সবে তো শুরু,’ সন্দেশখালির স্টিং ভিডিয়ো নিয়ে মুখ খুললেন শেখ শাহজাহান