বাংলা নিউজ > বায়োস্কোপ > ঘরেই থাকতে হবে, পরবে না ছোট পোশাক, ধর্মেন্দ্রর ফতেয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন এষা!

ঘরেই থাকতে হবে, পরবে না ছোট পোশাক, ধর্মেন্দ্রর ফতেয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন এষা!

'রঁদেভু উইথ সিমি গারেওয়াল' শো-তে হেমার পাশে কিশোরী এষা। (ছবি সৌজন্যে -হিংসুটন টাইমস)

একসময় তাঁর এবং হেমা মালিনীর দুই মেয়ে এষা ও অহনার ওপর নানান নিষেধাজ্ঞা জারি করেছিলেন ধর্মেন্দ্র। একবার প্রকাশ্যে সেই বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন এষা দেওল।

পর্দায় কখনও তিনি চূড়ান্ত রোম্যান্টিক কখনও বা অ্যাকশন হিরো। বহু ছবিতে খারাপ মানুষদের খপ্পর থেকে নায়িকাদের উদ্ধার করে স্বাধীন জীবনের স্বাদ তিনি দিয়েছেন বহুবার। তবে এই ধর্মেন্দ্রই রীতিমত ফতেয়া জারি করেছিল তাঁর ও হেমা মালিনীর দুই মেয়ে এষা এবং অহনার প্রতি। ছোটপর্দার জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শো 'রঁদেভু উইথ সিমি গারেওয়াল'-এ একবার উপস্থিতি হয়ে এই ঘটনার কথা ফাঁস করে দিয়েছিলেন এষা দেওল। সদ্য ১৭ তে পা রাখা এক কিশোরী তখন তিনি। দু'পাশে বসে তখন তাঁর মা হেমা এবং ছোট বোন অহনা।

শো চলাকালীন একথা সেকথার মাঝখানে এষাকে জিজ্ঞেস করা হয়েছিল ভবিষ্যতে বলিউডে তাঁকে দেখতে পাওয়া যেতে পারে কি না? জবাবে সামান্য ইতস্ত করে হেমা-কন্যা জানিয়েছিলেন তাঁর নিজেরও ভীষণ ইচ্ছে অভিনয়কেই পেশা করে বলিপাড়ায় পা রাখতে চান। 'কিন্তু তা তখনই সম্ভব হবে যখন বাবা রাজি হবেন!' অকপটে জানিয়েছিলেন এষা। শুধু তাই নয় ওই কথার জেরে এষার মুখে আরও জানা যায় বাড়ির বাইরে খুব বেশি ঘোরাঘুরি করার অনুমতি তাঁদের দেননা ধর্মেন্দ্র। এমনকি স্লিভলেস কিংবা খাটো কোনও পোশাক পরাও মণ তাঁদের। মুখ ফুটে ধর্মেন্দ্রর ব্যাপারে তিনি আরও বলে ওঠেন, 'বাবা কখনও রাগ করেন না। কিন্তু উনি আমাদের নিয়ে ভারি পজেসিভ। বাবা মনে করেন মেয়েদের বাড়িতেই থাকা উচিত। বাইরে গিয়ে কী হবে। উনি এলে পুরো ঢাকা পোশাক পরে থাকত ইহয় আমাদের। না হলে বিরক্ত হন। ছোট থেকে নাচ শিখেছি তাতে ওঁর আপত্তি না থাকলেও অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার কথায় দারুণ আপত্তি জানিয়েছিলেন বাবা। যদিও আস্তে আস্তে ফের একবার বাবাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব'।

বড় মেয়ের কথার জের টেনে হেমা বলে উঠেছিলেন নিজের মেয়েদের নিয়ে চিন্তার অন্ত নেই ধর্মেন্দ্রর। তিনিও জানান যে বড় মেয়ের বলিউডে যাওয়া নিয়ে বিস্তর আপত্তি রয়েছে ধর্মেন্দ্রর। তাঁর আবেদনও নাকচ করে দিয়েছেন 'বীরু'।

তবে শেষপর্যন্ত অভিনেত্রী হিসেবে বলিপাড়ায় পা রাখেন এষা। ছবির নাম 'কোই মেরে দিল সে পুছে'। ওই ছবিতে নিজের পারফরমেন্সের জেরে 'সেরা নবাগতা' হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুড়েছিলেন ধর্মেন্দ্র-কন্যা। পরবর্তী সময়ে 'ধুম', 'দশ', 'যুবা'-র মতো একাধিক ব্লকব্লাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি।

বায়োস্কোপ খবর

Latest News

ফোর্ড ফিরছে ভারতে, ফের খুলবে চেন্নাইয়ের কারখানা, বাংলায় আসে না কেন? মমতাকে ‘সামাজিকভাবে বয়কটের’ ডাক!রাজ্যপালকে পালটা ‘হেনস্থাকারী’ বলে কটাক্ষ সায়নীর মাহি কা জলওয়া! আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিয়ম…সুবিধা পাবে CSK-KKR…-রিপোর্ট মদ খেয়ে অডি গাড়িতে বিজেপি নেতার ছেলে, একের পর এক ধাক্কা, উধাও পানশালার ফুটেজ ‘এই মালগুলো গাঁজা, মদ খায়….’, শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা, দিলেন ‘ওয়ার্নিং’ আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৪ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল এই বাংলার মেয়ে, বাংলাদেশের ‘বউ’,গায়িকা সুনিধির থেকে সাড়ে ৫লক্ষ হাতাল দুষ্কৃতীরা IND v BAN: ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান কাদের? সেরা ৫-এ রয়েছেন কোহলি বিতর্কের কোনও মানে হয় না, প্রধান বিচারপতির বাড়িতে মোদীর গণেশ বন্দনা, লিখলেন MP লাগাতার বিক্ষোভ-মিছিলে পুজোর আগে ক্ষতি ব্যবসার, পালটা পথে নামছেন হকাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.