১০-১২ নয়, একসময় ৩০ বছরের বড় শেখর কাপুরকে বিয়ে করেছিলেন অভিনেত্রী, গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। তবে সেই বিয়ে টেকেনি। সুচিত্রার যখন বিয়ে ভাঙে তখনই তাঁর বয়স মাত্র ২২। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়ে মুখ খুলেছেন সুচিত্রা। যা নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। এসবেরই মাঝে এবার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আরও এক বিস্ফোরক দাবি করেছেন সুচিত্রা। মুখ খুলেছেন কাস্টিং কাউচ নিয়ে।
সুচিত্রা বলেন, একবার এক নামী প্রযোজক, পরিচালক সোজা তাঁর বাবাকে ফোন করতে বলেন। বলেন, সুচিত্রা নাকি ওই প্রযোজক-পরিচালকের সঙ্গে হোটেলে রাত কাটাবেন। সুচিত্রা বলেন, সেসময় তিনি এতটাই ছোট ছিলেন, যে ওই পরিচালক, প্রযোজক ঠিক কী চান বুঝতে পারেন নি। তিনি একপ্রকার কেঁদে ভাসিয়ে হোটেল থেকে পালিয়েছিলেন। তাঁর কথায়, সেসময় ওই ধরনের ঘটনা ছিল খুবই সাধারণ। তবে আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে এধরনের ঘটনা বেশি উঠে আসে।
আরও পড়ুন-'এখনও ক্ষমা করিনি', শেখর কাপুরের সঙ্গে বিয়ে ভাঙায় প্রীতিকেই দায়ী করেন সুচিত্রা
আরও পড়ুন-শেখর ছিল বুড়ো! মা পায়ে ধরেছিল এই বিয়ে না করতে, নিজেই নিজের ক্ষতি করি: সুচিত্রা
আরও পড়ুন-‘ও আমায় ঠকিয়েছে’, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সুচিত্রার হাজারো অভিযোগে মুখ খুললেন শেখর
সুচিত্রা কৃষ্ণমূর্তির কথায়, ‘ওই পরিচালক-প্রযোজক আমায় হোটেলের ঘরে ডেকেছিলেন। সেসময় এগুলি ছিল ভীষণই সাধারণ ঘটনা। হোটেলেই ডাকা হত। আমায় উনি জিগ্গেস করলেন বাবা-মা কে বেশি কাছের? তো আমি বললাম বাবা। উনি আমায় ভীষণ ভালোবাসেন, স্নেহ করেন। উনি বললেন তোমার বাবা ভালো? আমি বললাম, হ্যাঁ, ভীষণ ভালো। তাহলে বাবাকে ফোন করে এখনই বলো আমি তোমায় কাল সকালে বাড়িতে ছেড়ে দিয়ে আসব। আমি বললাম, ঠিক বুঝতে পারলাম না। তখন উনি বলেন, তোমার সঙ্গে একটু সময় লাগবে। আমি তখন ভাবছি, সকাল অবধি কী করব এর সঙ্গে? তারপর আমি ভয়ে কেঁদে ফেলে, আমার জিনিসপত্র তুলে নিয়ে আসছি স্যার বলে একপ্রকার পালিয়ে আসি। ’
সুচিত্রার কথায়, আজকাল তো সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক ঘটনা সামনে আসে। তবে আগেও এধরনের ঘটনা ঘটত। তবে তখন সোশ্যাল মিডিয়া ছিল না। সুচিত্রাকে ৪০-এর দশকে শেষের দিকে টিভি সিরিজ 'চুনৌতি'তে দেখা গিয়েছিল। তিনি শাহরুখ খানের 'কাভি হাঁ কাভি না' (১৯৯৪) ছবিতে অভিনয় করেন। তারপর শেখর কাপুরের সঙ্গে বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। ২০১৯ সালে, তাঁকে দিব্যেন্দু, বিজয় রাজ, প্রণতি রাই প্রকাশ, মনোজ পাহওয়া, সুমিত গুলাটি এবং অন্যান্যদের সঙ্গে ‘অড কাপল’ ছবিতে দেখা গিয়েছিল।