1/6মরাঠি বিনোদন জগতের পরিচিত নাম বনিতা খরাট (Vanita Kharat)। যদিও গোটা দেশ তাঁকে চিনেছে কবীর সিং'এর পুষ্পা হিসাবে। শাহিদ-কিরায়ার ছবিতে নায়কের বাড়ির পরিচারিকার ভূমিকায় অভিনয় করেছিলেন এই প্লাস সাইজ অভিনেত্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6বছর খানেক আগে এক ক্যালেন্ডার শ্যুটে নগ্ন হয়েছিলেন বনিতা। শরীরে ছিল না সুতোর লেশমাত্র। একটি ঘুড়ি নিয়ে গোপনাঙ্গ ঢেকে সামনে এসেছিলেন ‘পুষ্পা’। বডি শেমিং-এর বিরুদ্ধে বার্তা দিতেই ছিল বণিতার সেই সাহসী পদক্ষেপ। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন, কেরিয়ার থেকে সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে মুখ খুলেছেন বনিতা। সেখানেই ফের উঠে আসে তাঁর ন্যুড ফটোশ্যুট (Nude Photoshoot)-এর প্রসঙ্গও। বনিতার কথায় সোশ্যাল মিডিয়া ট্রোলিং ‘ইগনোর’ করার জিনিস। সেটিকে মোটেই পাত্তা দেন না তিনি।
4/6নগ্ন ফটোশ্যুট প্রসঙ্গে বনিতা জানিয়েছেন, পরিচিত মহলে সকলেই তাঁর প্রশংসা করেছে। অভিনেত্রী বলেন, ‘আমার এক পুরুষ বন্ধু আমাকে বলেছিল আমার ছবিটা ফ্রেম করে বাড়ির দেওয়ালে ঠাঙাতে চায়, আমি সত্যি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’ নগ্ন ফটোশ্যুটের আগে কোনওদিন হাতকাটা জামা পর্যন্ত পড়েননি তিনি, জানান বনিতা।
5/6সাধারণভাবে জীবনযাপনেই অভ্যস্ত বনিতা। আজও শ্য়ুটিংয়ের জন্য ট্রেনে যাতায়াত করেন তিনি। তাঁর কথায়, ‘আমাকে টিভিতে দেখা যায় মানে আমি অন্য গ্রহের বাসিন্দ নই।’ ভবিষ্যতে অনুরাগ কশ্যপের পরিচালনায় কাজ করতে চান কবীর সিং-এর পুষ্পা।
6/6গত ফেব্রুয়ারি মাসেই বিয়ের পর্ব সেরেছেন অভিনেত্রী। তাঁর স্বামী সুমিত গ্ল্যামার দুনিয়ার বাইরের জগতের মানুষ। তবে স্ত্রীর পেশার প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান রয়েছে তাঁর। কেরিয়ারের পাশাপাশি এখন সংসার জীবনেও অনেকটাই থিতু বনিতা। (ছবি-ইনস্টাগ্রাম)