পাকিস্তানে মহিলাদের একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়। সম্প্রতি এমনটাই জানালেন পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। তিনি তাঁর ভাবনা এবং বিশ্বাসের কথা জানালেন যে সে দেশে থাকলে মেয়েদের কী কী অসুবিধার মধ্যে পড়তে হয়। আদনান ফয়জল পডকাস্ট শোতে এসেই তিনি এই বিষয়ে কথা বলেন। সঞ্চালকও তাঁর কথায় সম্মতি জানিয়ে বলেন পাকিস্তানের রাজপথে বা পাবলিক এরিয়াতে মেয়েরা মোটেই নিরাপদ নন। তখন তাতে আরও জোর দিয়ে আয়েশা বলেন তিনি তাঁর দেশেই নিরাপদ অনুভব করেন না। নিরাপত্তাহীনতায় ভোগেন।
কী জানিয়েছেন আয়েশা?
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তরফে আয়েশার বক্তব্য তুলে ধরে জানানো হয়েছে অভিনেত্রী জানিয়েছেন, 'আমি এখানে নিরাপদ মনে করি না। আমি রাস্তায় হাঁটতে পর্যন্ত পারি না। খোলা বাতাসে হাঁটা সব মানুষের একটা সাধারণ অধিকার। কিন্তু পারি না। এটা দুঃখজনক নয়? আমি সাইকেল চড়তে চাই। বাইকে করে ঘুরতে চাই। আমি সারাক্ষন গাড়িতে করে ঘুরতে চাই না।'
আরও পড়ুন: আর্চিসের ট্রোলিংয়ের পোস্টে লাইকের পর ফের ইঙ্গিতবহ পোস্ট করিনার, নিশানায় কারা?
তিনি আরও জানান 'এদেশের পুরুষরা কখনই বুঝবেন না যে একজন পাকিস্তানি মহিলা ঠিক কী কী ভয় নিয়ে বড় হয়। একমাত্র যাঁদের মেয়ে আছে বাড়িতে তাঁরাই এই ভয়টা বোঝেন। প্রতি পদে সতর্ক থাকতে হয় আমাদের।'
তিনি এদিন প্রকাশ্যে জিজ্ঞেস করেন, 'আমি আমার দেশে যখন স্বাধীন ভাবে ঘুরতে পারব সেই সময়টা কখন আসবে? অপহরণ হওয়ার ভয়, ধর্ষণ হওয়ার ভয় কাটিয়ে কবে ঘুরে বেড়াতে পারব? এই সাধারণ চাহিদা কবে পূরণ হবে আমাদের?'
তিনি তাঁর ছোটবেলার একটা ঘটনা মনে করে জানান তাঁকে কীভাবে একদম ছেলেবেলায় হেনস্থা করা হয়েছিল। তাঁর পড়শি তাঁকে কীভাবে অপ্রীতিকর ভাবে ছুঁয়ে ছিলেন সেটাও জানান।