কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জোয়া আখতার পরিচালিত ছবি দ্য আর্চিস। এই ছবির হাত ধরে ডেবিউ করেছেন একাধিক স্টার কিড। শাহরুখ খানের মেয়ে সুহানা খান, শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এই ছির হাত ধরেই বলিউডে পা রেখেছেন। ছবিটি মুক্তি পাওয়ার পর অনেকেই যেমন এটির প্রশংসা করেছেন তেমনই অনেকেই আবার স্টার কিডরা অভিনয় করতে পারেননি বলে কটাক্ষ করেছেন। ছবিটি মুক্তি পাওয়ার পর সুহানাদের অভিনয় ভালো লাগেনি এমন একটি পোস্টে রিঅ্যাক্ট করে ফেলেন রবিনা টন্ডন। এটার জেরেই উসকে যায় বিতর্ক, যদিও তার জন্য ক্ষমাও চেয়েছন অভিনেত্রী। জানিয়েছেন ভুল করে রিঅ্যাক্ট করেছেন। এবার আবার একটি রহস্যজনক পোস্ট লিখলেন তিনি।
রবিনার নতুন পোস্ট
রবিনা এদিন তাঁর ইনস্টাগ্রামে একটি ক্রিপ্টিক পোস্ট লেখেন। সেখানে অভিনেত্রীকে লিখতে দেখা যায়, 'লাইক করো বা না করো, কখনও কিছু না করেও অনেক কিছু করতে হয়।’ তবে তিনি এই পোস্ট আর্চিস বিতর্ককে ইঙ্গিত করেই লিখেছেন কিনা সেটা স্পষ্ট নয়।
সম্প্রতি একটি পোস্ট দ্য আর্চিস নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করা হয়। সেখানে রিঅ্যাক্ট করে ফেলেন রবিনা। পরে তিনি আর্চিসের টিমের কাছে ক্ষমা চান, জানান পুরোটাই ভুলবশত হয়েছে এবং তিনি এমন কোনও বক্তব্যকে সমর্থন করেন না।
অনেকেই তাঁর পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘কী ভীষণ সত্যি।’ কেউ আবার লেখেন ‘যে যা করুন না কেন আমরা আপনার অভিনয় এনজয় করব।’
দ্য আর্চিস প্রসঙ্গে
দ্য আর্চিস ছবিটির পরিচালনা করেছেন জোয়া আখতার। অভিনয়ে আছেন একঝাঁক নতুন মুখ। সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুর ছাড়াও আছেন বেদাং রায়না, মিহির আহুজা প্রমুখ। ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি। একটি আমেরিকান কমিকসের উপর ভিত্তি করে বানানো হয়েছে ছবিটি।