তিনি শাহরুখ খান। এই নামই যথেষ্ঠ। কিং খানের অনুরাগী দেশে-বিদেশে কোথাও কম নেই। দুই দেশের মধ্যে যতই রাজনৈতিক চাপানউতোর থাক, শাহরুখের অনুরাগী রয়েছেন প্রতিবেশী পাকিস্তানেও। বিশেষ করে মহিলাদের হৃদয়ে বাদশা সবসময়ই রাজত্ব চালান। সে তো নাহয় হল, কিন্তু কিং খানকে নিয়ে একী বললেন পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচ! তিনি বলছেন শাহরুখ মোটেও সুন্দর নন, ভালো অভিনেতাও নন।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। এমনটাই বলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচ। ঠিক কী বলেছেন তিনি?
মাহনুর বালুচ বলেন, ‘শাহরুখ খান একটা দারুণ ব্যক্তিত্বের অধিকারী। তবে যদি সৌন্দর্যের মাপকাঠিতে ফেলেন, তাহলে শাহরুখ এক্কেবারেই সুদর্শন নন, তিনি এর ধারেকাছেও আসবেন না। তবে ওঁর একটা শক্তিশালী ব্যক্তিত্ব রয়েছে, আর রয়েছে একটি অদ্ভুত দ্যুতি (aura)। যেকারণে ওঁরে সুন্দর মনে হয়। বহু সুন্দর দেখতে মানুষ রয়েছেন, তাঁর ব্যক্তিত্বে এই দ্যুতি (aura) থাকে না। তাই তাঁরা মানুষের চোখেও পড়েন না।’
আরও পড়ুন-ছোট্ট এভিলিন আর নেই, এই তো সেদিন সারেগেমাপা-র মঞ্চে নবজাতক মেয়ের সঙ্গে আলাপ করান কাবো
আরও পড়ুন-'নায়িকাদের সঙ্গে বসতে রাজি, অন্য অভিনেতার প্রশংসা করতে পারব না' সাফ জানান শাহরুখ!
এখানেই শেষ নয় মাহনুর বালুচ মনে করেন শাহরুখ নাকি অভিনয়টাও পারেন না। তাঁর কথায়, 'আমার মনে হয় শাহরুখ খান অভিনয় জানেন না। তবে উনি দারুণ ব্যবসায়ী, তিনি জানেন কীভাবে নিজেকে বাজারজাত করতে হয়, বা বেচতে হয়।' সম্প্রতি পাক টক শো ‘হা কারদি’-তে এসে একথা বলেন মাহনুর।
তবে পাক অভিনেত্রী মাহনুর বালুচের এই সাক্ষাৎকারের অংশটি ইউটিউবে উঠে এসেছে। তাঁর কথার সঙ্গে বিন্দুমাত্র একমত হতে পারেননি, এমন বহু নেটনাগরিক রয়েছেন। একজন লিখেছেন, একজন লিখেছেন, ‘কী যে বাজে কথা বলছেন... এসআরকে (শাহরুখ খান) একজন গুণী অভিনেতা এবং কিংবদন্তি।’ এক ব্যক্তি আরও বলেছেন, ‘মাহনুর অবশ্যই ভুল। শাহরুখ খান হলেন অভিব্যক্তি প্রকাশের রাজা’। কারোর কথায়, ‘কী যে আজেবাজে বকছেন। আপনি আপনার ভাবনা নিজের কাছেই রাখুন।’ কারোর কটাক্ষ, ‘আপনি তো শাহরুখের নখেরও যোগ্য নন।’