বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: 'নায়িকাদের সঙ্গে ডাকলে যাব, অন্য অভিনেতার প্রশংসা করতে পারব না' সাফ বলেন শাহরুখ!

Shah Rukh Khan: 'নায়িকাদের সঙ্গে ডাকলে যাব, অন্য অভিনেতার প্রশংসা করতে পারব না' সাফ বলেন শাহরুখ!

শাহরুখ-রাজীব মসন্দ

রাজীব বলেন, প্রথমসারির অভিনেতাদের পাশাপাশি বসিয়ে সাক্ষাৎকার নেওয়া ভীষণই কঠিন। বলেন, শাহরুখকে যখন রাজীব সাক্ষাৎকার দেওয়ার কথা বলেন, তখন বাদশা সাফ জানিয়ে দেন তিনি নায়িকাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসতে রাজি আছেন। নায়কদের সঙ্গে নয়। ‘আমার দ্বারা অন্য অভিনেতাদের প্রশংসা করা সম্ভব নয়।’ 

একসময় চুটিয়ে সাংবাদিকতা করছেন, বর্তমানে অবশ্য সাংবাদিকতা ছেড়ে ধর্ম কর্নারস্টোন এজেন্সির COO পদে রয়েছেন রাজীব মসন্দ। তবে সাংবাদিকতা করার সময় রাজীব মসন্দের গোলটেবিল সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছেন বহু তারকা। সেই সাক্ষাৎকার নিতে গিয়ে বিভিন্ন তারকার দ্বন্দ্বের কারণে তাঁকে কত রকম সমস্যার মুখোমুখি হতে হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়েই খোলসা করেছেন প্রাক্তন সাংবাদিক রাজীব।

একসময় রাজীব মসন্দের গোলটেবিল সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন আমির খান, ইরফান খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও রণবীর কাপুর। আবার কখনও অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, রাজকুমার রাও, ইরফান খান, আয়ুষ্মান খুরানাকেও একসঙ্গে দেখা গিয়েছিল। তবে তারকাদের একসঙ্গে এক টেবিলে বসানো মোটেও সহজ ছিল না। রাজীব জানিয়েছেন, আমির এক্কেবারে শেষ মুহূর্তে সাক্ষাৎকার দেওয়ার তারিখ বদল করেন। অন্যদিকে ইরফান খান কিছুটা বিরক্ত ছিলেন, কারণ, তাঁকে সেট থেকে টেনে আনা হয়েছিল। এদিকে জরুরী ভিত্তিতে ফোন করে নিশ্চিত হতে হয় নওয়াজ আদৌ আসছেন কিনা, কারণ উনি আবার শ্যুটিংয়ের কারণে  শহরের বাইরে ছিলেন।

আরও পড়ুন-মাতৃহারা মিঠুন চক্রবর্তী, মুম্বইতে প্রয়াত অভিনেতার মা শান্তিরানি চক্রবর্তী

আরও পড়ুন-বাবা চাননি ছেলে অভিনেতা হোক, তবু একদিন রেলের চাকরি ছেড়ে অভিনয়কেই বেছে নেন খরাজ

রাজীব বলেন, প্রথমসারির অভিনেতাদের পাশাপাশি বসিয়ে সাক্ষাৎকার নেওয়া ভীষণই কঠিন। বলেন, শাহরুখকে যখন রাজীব সাক্ষাৎকার দেওয়ার কথা বলেন, তখন বাদশা সাফ জানিয়ে দেন তিনি নায়িকাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসতে রাজি আছেন। নায়কদের সঙ্গে নয়। ‘আমার দ্বারা অন্য অভিনেতাদের প্রশংসা করা সম্ভব নয়।’ রাজীব মসন্দের কথায়, এখানে অভিনেতাদের মধ্যে অহংকার, এবং ইগো কাজ করে। যেটা পাশ্চাত্যে নেই। সেখানে লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরো-র মতো তারকারা দিব্য তরুণ অভিনেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসতে রাজি হয়ে যান।

রাজীব মসন্দ এক তারকার নাম না নিয়ে সাফ জানিয়ে দেন, ‘ও থাকলে আমি এক্কেবারেই আসব না।’ রাজীবের কথায় ‘ওই তারকা যাঁর কথা বলেছিলেন, উনি তরুণ অভিনেতা, অথচ অনুষ্ঠানে আসার যোগ্যতা তাঁরও রয়েছে। আমি জানি না, এটাও উনি ওঁর পিআর টিমের কথায় করেছিলেন কিনা। অনেক সময় সেটাও হয়ে থাকেন। তবে আমি খুু অপ্রস্তুত হয়েছিলাম। আমি বলি, আমি ওঁকে (তরুণ অভিনেতা) আসতে মানা করতে পারব না, আমি না চাইলে আসবেন না। আমি জোর করতে চাই না।’ রাজীব মসন্দ জানান, এমনও ঘটেছে যে পরের দিনের গোলটেবিলে কোন তারকা আসবেন তাঁর জানা নেই।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

৫৭-তে থামল হাসি! ক্যানসার কাড়ল প্রাণ, প্রয়াত অভিনেতা অতুল পারচুরে আরজি কর নিয়ে বিচার চেয়ে কটাক্ষের মুখে পড়েন,এবার পুজো কার্নিভালে নাচলেন ঋতুপর্ণা প্রচুর বিল করেছে বেসরকারি হাসপাতাল, তুমুল ভাঙচুর মুকুন্দপুরে, হেনস্থা চিকিৎসককেও দুঃখের সময় পাশে থেকেছেন, সঞ্জু সাফল্য পেতেই সংবর্ধনা জানাতে হাজির শশী থারুর আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের সাহায্য পাবেন কারা? জানুন ১৫ অক্টোবরের রাশিফল অনেক বাড়াবাড়ি হয়েছে! কানাডায় ‘অ্যাকশন’ ভারতের, আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি আকাশে উড়তেই বোঝা গেল বড় বিপদ! কলকাতগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরল দিল্লিতে 'গানের গলা অতটাও ভালো না…’ আলিয়ার গান গাওয়া নিয়ে কেন এমন বললেন করিনা? 'লাভ অ্যান্ড ওয়ার' কি সঙ্গমের রিমেক? এই প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় লীলা বানসালী দো পাত্তি: 'লেডি সিংঘম’ কাজল, ডবল রোলে কৃতি; শাহিরকে নিয়ে টানাটানি দুই যমজ বোনের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.