পিঠে ব্য়াগ, মোটর সাইকেল নিয়ে রওনা হয়েছেন অভিষেক স্যার (ত্রিপাঠি)। তিনি তাঁর ফুলেরা গ্রাম ছাড়ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে আবার প্রহ্লাদ, ভূষণ এবং বিনোদকে বেঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁদের ঠিক পিছনের দেওয়ালে লেখা তাদের পেছনের দেয়াল বলছে, 'ঠোকার লাগতি হ্যায় তো দর্দ হোতা হ্যায়, তভি মানুষ্য শিখ পাতা হ্যায়। অর্থাৎ যেটা বাংলা করলে দাঁড়ায়, ব্যর্থতা আপনাকে আঘাত করতে পারে, কিন্তু আপনি আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নেন।
ভাবছেন এসব কী বলছি তাই তো?
আসলে OTT-র পর্দায় ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'-এর সিজন থ্রি। যদিও এখবর আগেই মিলেছেন। তবে নির্মাতাদের তরফে আগে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্মের হাত ধরে সামনে এসেছে ‘পঞ্চায়েত-৩’র ফার্স্ট লুক। আর তাতেই দেখা গিয়েছে পঞ্চায়েত সিরিজের মুখ্য অভিনেতা জিতেন্দ্র কুমারকে। যিনি কিনা এই সিরিজে অভিষেক স্যারের ভূমিকায় রয়েছেন। অন্যদিকে প্রহ্লাদ, ভূষণ এবং বিনোদের চরিত্রে অভিনয় করেছেন অশোক ঠাকুর, দুর্গেশ কুমার ও ফৈজল মালিককে।
পঞ্চায়েত-৩-এর ফার্স্ট লুক শেয়ার করে লেখা হয়েছে। আমরা জানি এই অপেক্ষা আর সইছে না। তাই সেট থেকে এই দৃশ্যগুলি সামনে আনা হল।
আরও পড়ুন-
এদিকে পঞ্চায়েত ৩তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নীনা গুপ্তা ও রঘুবীর যাদব। নীনা গুপ্তা, যিনি মঞ্জু দেবীর ভূমিকায় অভিনয় করেছেন, তিনি Wrap up পার্টির একটা ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে, তাঁকে তার অন-স্ক্রিন স্বামী রঘুবীর যাদবের সঙ্গে দেখা গিয়েছে। নীনা ক্যাপশনে লিখেছেন, ‘পঞ্চায়েতের ৩য় সিজন শেষ!’
প্রসঙ্গত, TVF-এর পঞ্চায়েতের দ্বিতীয় মরসুম সম্প্রতি ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (IFFI) এর ৫৪তম সংস্করণে সেরা ওয়েব সিরিজ (OTT) পুরস্কার জিতেছে। প্রথমবারের মতো উৎসবে এই পুরস্কারের বিভাগটি চালু করা হয়েছে। সেখানে পঞ্চায়েত ২ এই বিভাগে জয়ী প্রথম সিরিজ। সিরিজটি একজন ইঞ্জিনিয়ারিং স্নাতকের যাত্রাকে ঘিরে আবর্তিত হয়। যিনি সীমিত চাকরির বিকল্পগুলির কারণে উত্তরপ্রদেশের ফুলেরার কাল্পনিক গ্রামে পঞ্চায়েত সচিব হন।