বাংলা নিউজ > বায়োস্কোপ > Paoli Dam: এবার রাজনীতিতে পাওলি! তার আগে নাম বদলে হলেন ‘জুলি’, জানালেন নারীর ক্ষমতায়নের জন্য লড়বেন

Paoli Dam: এবার রাজনীতিতে পাওলি! তার আগে নাম বদলে হলেন ‘জুলি’, জানালেন নারীর ক্ষমতায়নের জন্য লড়বেন

পাওলি দাম

টলিপাড়ায় বহু অভিনেতা-অভিনেত্রী, পরিচালকই রাজনীতির সঙ্গে যুক্ত। এবার কি সেই তালিকায় নাম লেখালেন পাওলি দাম? টলিপাড়ায় এখন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু কোন দলে নাম লেখালেন পাওলি?

সেই বিধানসভা ভোটের সময় থেকেই টলি পাড়ায় শুরু হয়েছে তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক। সেই মতোই এখন বহু অভিনেতা-অভিনেত্রী, পরিচালকই রাজনীতির সঙ্গে যুক্ত। এবার কি সেই তালিকায় নাম লেখালেন পাওলি দাম? টলিপাড়ায় কান পাতলে এখন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। 

কিন্তু কোন দলে নাম লেখালেন পাওলি? তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার খবরে নিশ্চয় এমন প্রশ্নই মাথায় আসছে। কিন্ত নাহ, এখানেই একটু ভুল হয়ে যায়। পাওলি রাজনীতিতে আসছেন ঠিকই, তবে সেটা বাস্তবে নয়, OTT-র পর্দায়। নতুন ওয়েব সিরিজ ‘জুলি’তে রাজনীতিকের চরিত্রে দেখা যাবে পাওলিকে।  পরিচালক অরিত্র সেন। তিনি এর আগেও প্রেমের গল্প এবং থ্রিলার তৈরি করেছেন। তবে এবার রাজনৈতিক থ্রিলার নিয়ে হাজির হতে চলেছেন অরিত্র। 

'জুলি' ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় থাকছেন পাওলি দাম। এই সিরিজে শুধুই রাজনীতি নয়, উঠে আসবে নারী ক্ষমতায়নের গল্প। এর আগে অরিত্রর 'কালী-২'তে দেখা গিয়েছিল পাওলিকে। সিরিজের গল্পে দেখা যাবে মানব পাচারচক্রে জড়িয়ে একসময় যৌনপল্লীতে ঠাঁই হয় 'জুলি' পাওলির। তারপর সেই জুলিই একদিন রাজনীতিতে এসে ক্ষমতা দখল করে। স্থানীয় এক নেতার মেয়ে (এই চরিত্রে শ্রুতি দাস)র বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে পাওলিকে। 

আরও পড়ুন-গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো, প্রথম দিনেই সওয়ারি রূপঙ্কর-অনুপম, গান ধরলেন ‘বোবা টানেলের গলা চিড়ে..’

পাওলি দামের কথায়, ‘কালীর পর আবারও অরিত্রর সঙ্গে কাজ করছি। চিত্রনাট্য শুনে চরিত্রর গ্রাফটা আমার বেশ ভালো লাগে। একজন মূল সমাজ থেকে বিচ্যুত নারী নিজেদের অধিকারের জন্য লড়ছে। একইসঙ্গে এখানে নারী ক্ষমতায়নের কথাও রয়েছে। এই চরিত্রটির বিভিন্ন স্তর রয়েছে। তিন চার রকম লুক আছে। রিয়েল লোকেশনে শ্যুটিং হবে।’

এই সিরিজে পাওলি, শ্রুতি ছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। সিরিজে CBI অফিসারের ভূমিকায় থাকছেন গৌরব চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায় ও সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়কে। ২০ মার্চ থেকে শুরু হবে এই সিরিজের শ্যুটিং। OTT প্ল্যার্টফর্ম আড্ডা টাইমসে দেখা যাবে অরিত্রর ‘জুলি’।

অরিত্রর তত্ত্বাবধানে এই সিরিজের চিত্রনাট্য় লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী, অভ্র চক্রবর্তী, অনুপ্রিয়া দত্ত, আরণ্যক চট্টোপাধ্যায়। সিনেমামাটোগ্রাফারের দায়িত্বে থাকছেন বাসুদেব চক্রবর্তী। মিউজিক করছেন নবারুণ বোস। 

 

বায়োস্কোপ খবর

Latest News

মমতাকে 'নির্লজ্জশ্রী' তকমা অপূর্বর! পুলিশ-TMC-র 'ভয়' কাটাতে কোন 'দাওয়াই' দিলেন China Open-বিশ্বের ৭ নম্বরকে হারিয়ে চমক মালভিকার! পরাস্ত অলিম্পিক্স পদকজয়ী… নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার কোন কোন জেলায়? বাকিগুলিতে কী হবে? ওড়ার মুহূর্তেই রানওয়েতে ধাক্কা, লেজে আঁচড়, তৎক্ষণাৎ অবতরণ যাত্রীবোঝাই বিমানের বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার, মহারাষ্ট্রে কাজ করতেন ‘অবসর শব্দটা অনেকে মজায় পরিণত করেছে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের… ‘সিপি ছাড়া পিসি যেন..’, কাঞ্চনের উপর রাগ থেকেই মমতাকে কটাক্ষ? তুলোধনা পিঙ্কিকে পড়ুয়াদের বিরুদ্ধে সন্দীপের হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা', সামনে আরও বিস্ফোরক অভিযোগ Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'আমার সময় দরকার ছিল...', দীর্ঘ ৯ বছরের বিরতির অবসান ঘটিয়ে বলিউডে ফিরছেন আদনান!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.