সাতপাকে ঘুরে নয়, সই সাবুদ করে বিয়ে সেরে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায়। ২৭ নভেম্বরের দুপুরে বাড়িতে ঘরোয়া আয়োজনের মধ্যে চার হাত এক হল পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর। বিয়ের পর সন্ধ্যায় নিজেই নতুন কনের সঙ্গে ছবি পোস্ট করে নিজেদের বিয়ের সুন্দর মুহূর্ত ভাগ করে নেন অভিনেতা। পরম আচমকা এভাবে কাউকে কিছু বা জানিয়ে বিয়ে করে ফেলায় সবাই বেজায় চমকে গিয়েছেন। কেউ যেমন পছন্দের অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার কটাক্ষ করেছেন অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার জন্য। কিন্তু এসবের মাঝে বিয়ে করে কেমন লাগছে অভিনেতার? কী জানালেন?
বিয়ের পর কী জানালেন পরমব্রত?
বিয়ে সেরে সন্ধ্যার দিকে যোধপুর পার্কের বাড়ি থেকে বেরোতে গিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পরমব্রত। এক গাল হেসে জানালেন বিয়ে করে কেমন লাগছে। সংবাদ মাধ্যমের প্রশ্নে পরমব্রত জানান, 'বুড়ো বয়সে বিয়ে করলে যেমন লাগে তেমনই লাগছে।' এছাড়াও তিনি তাঁর বিয়ে নিয়ে আরও জানান, 'ব্যাপারটা খুব ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। বিয়ের যা সব নিয়ম আছে সব হয়েছে। ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে করেছি, খালি পরিবারের লোকেরা ছিলেন। পরে বড় করে অনুষ্ঠান করার ইচ্ছে আছে।'
আরও পড়ুন: গ্রাম ছেড়ে শহরে এসেই বিপদে পড়লেন শ্বেতা, জির নতুন সিরিয়ালে কোন উপায়ে তাঁকে বাঁচাবেন রণজয়?
আরও পড়ুন: 'এই বাড়ি যা...' খুদে প্রতিযোগীর উপর চটে লাল সৌরভ, কী হয়েছে দাদাগিরির মঞ্চে?
এদিন লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়না পরে পিয়া অন্যদিকে পঞ্জাবি পাজামা পরে পরমব্রত বিয়ে করলেও শাঁখা সিঁদুর পরে পিয়াকে কবে দেখা যাবে? এই বিষয়ে অভিনেতা বলেন, 'পরে এসব দেখা যাবে।'
বিয়ের পর পরমব্রতর পোস্ট
এদিন বিয়ে সেরেই বিকেলে জোড়ায় ছবি পোস্ট করেন পরম নিজেই। নতুন বর নবদম্পতির ছবি পোস্ট করে এদিন আশ্রয় নেন বিখ্যাত কবি এলিয়টের একটি কবিতার। লেখেন, 'আকাশে যখন সন্ধ্যা নেমে আসবে তখন চলো আমি আর তুমি সেখানে যাই...' সৃজিত মুখোপাধ্যায়, মনামী ঘোষ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সহ টলিউডের একাধিক অভিনেতারা তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।