বিগত কয়েকদিন ধরেই জোর বিতর্ক উসকে গিয়েছে। তোপের মুখে পড়েছেন সৌরভ পালোধি এবং অগ্নি। ইস্ট বেঙ্গল সমর্থকরা যখন তুলোধনায় ব্যস্ত তখন জবাবে কী বলছে মোহনবাগানীরা? পরমব্রতর পুরনো ছবি নিয়ে চলছে জলঘোলা।
কী ঘটেছে আসলে?
সম্প্রতি মুম্বই সিটিকে হারিয়ে লিগ শিল্ড জয় করেছে মোহনবাগান। তারপরই একটি বিজ্ঞাপনে দেখা যায় নিছক মজা করেই মোহনবাগান সমর্থক সৌরভ এবং ইস্ট বেঙ্গল সমর্থক অগ্নি ওরফে অগ্নিজিৎ সেনের খুনসুটির মুহূর্তকে। আর সেখানেই ইস্ট বেঙ্গলের জার্সিতে সৌরভকে বার্নল লাগাতে দেখা যায়। আর সেটা দেখেই বেজায় ক্ষেপে গিয়েছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। তাঁদের মতে জার্সিকে অপমান করা হয়েছে গিয়েছে এভাবে। বিরক্ত হয়েছে অন্য শিবিরও। জনরোষের মুখে পড়ে ক্ষমা চাইলেও বরফ গলেনি।
আরও পড়ুন: 'পোশাকের মতো রাজনৈতিক মতাদর্শও বদলান...' লোকসভার আগে ইঙ্গিতবহ পোস্ট বীর দাসের, নিশানায় কোন দল?
কী বলছে মোহনবাগানীরা?
এদিন এই পোস্টের পাল্টা জবাবে মোহনবাগানের সমর্থকরা পরমব্রত চট্টোপাধ্যায়ের একটি পুরনো ছবি খুঁজে বের করে সেটা পোস্ট করে পাল্টা কটাক্ষ করছেন। সেই ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে মোহনবাগানের জার্সিকে মধ্যমা দেখাতে দেখাতে হাসছে অভিনেতা। এই ছবিকে রীতিমত তুলোধোনা করছে নেটিজেনরা।
এক ব্যক্তি এই ছবি পোস্ট করে লেখেন, 'জার্সিকে সম্মান করতে হলে সবারটা করুন।' কেউ আবার লেখেন, 'পরমব্রত এটা করে ক্ষমা চেয়েছিল? চায়নি। সৌরভ তো তাও ইস্ট বেঙ্গলের জার্সিতে বার্নল লাগিয়ে ক্ষমা চেয়েছে। অন্যর দিকে আঙুল তোলার আগে নিজের ঘর দেখতে হয়।'
আরও পড়ুন: 'আরও রিসার্চ প্রয়োজন ছিল...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের
তৃতীয় ব্যক্তি লেখেন, 'একই দোষে কিন্তু পরমও দায়ী, নোংরামিটা বরদাস্ত করা উচিত না, সে যেই হোক।' কেউ আবার ইস্ট বেঙ্গল সমর্থকদের কটাক্ষ করে লেখেন, 'এটা খুব শিষ্টাচারমূলক কাজ ছিল তাই না? ভদ্রতা দেখানোর দায় শুধু মোহনবাগানের?'