চলতি বছরেই আরও এক বলিউড তারকা ব্যাচেলরহুড শেষ করে বিয়ের পিঁড়িতে বসলেন। তিনি এখন ‘মিসেস চাড্ডা’। ২৪ সেপ্টেম্বর রাঘব চাড্ডার সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন পরিণীতি। এতটাই কড়া নিরাপত্তা ছিল যে গতকাল রাতে তাঁর বিয়ের কোনও ছবিই প্রকাশ্যে আসেনি। পরদিন সকালে তিনি নিজেই সেই ছবি পোস্ট করলেন।
২৫ সেপ্টেম্বর সকাল সকাল বিয়ের একাধিক ছবি পোস্ট করেন পরিণীতি। তবে তার মধ্যে যে ছবিটা সব থেকে বেশি নজর কাড়ল সেটা হল তাঁর মাথার ওড়না।
বিয়েতে পরিণীতি বেইজ রঙের লেহেঙ্গা পরেছিলেন। ম্যাচিং ওড়নাই তাঁর মাথায় দেখা যায়। ভাবছেন বিশেষ কী? তাতে সোনালি সুতোয় হিন্দিতে রাঘব লেখা। এর আগেও একাধিক বলি তারকা তাঁদের বিয়ের ওড়না দিয়ে ট্রেন্ড সেট করেছিলেন। এই বিষয়ে রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখার কথাই বলা যেতে পারে। তাঁর বিয়ের ওড়না তো এখনও ট্রেন্ডিং। এবার নতুনত্বের ছোঁয়া লাগা এই ওড়না দিয়ে নজর কাড়লেন পরিণীতি।
মণীশ মালহোত্রার ডিজাইন করা এই পোশাক যে সকলের নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। লেহেঙ্গার মধ্যেও ছিল নতুনত্বের ছোঁয়া। আর তাঁর ওড়না তো আকর্ষণের কেন্দ্রবিন্দু। মণীশ মালহোত্রা মানেই নতুন কিছু, তাঁর ডিজাইনের এই ওড়না এবার ট্রেন্ড সেট করে কিনা সেটাই দেখার!
আরও পড়ুন: বেইজ লেহেঙ্গা, মাথায় লম্বা ওড়না, আইভরি শেরওয়ানি! রূপকথার বিয়ের ছবি দিলেন পরিণীতি-রাঘব
প্রসঙ্গত পরিণীতি তাঁর দিদির মতোই এদিন লম্বা ওড়না পরেছিলেন মাথায়। প্রিয়াঙ্কা তাঁর বিয়েতে লাল লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে মাথায় লম্বা লাল ওড়না দিয়েছিলেন। এদিন একই ভাবে পরিণীতি চোপড়াও একটি বিশাল লম্বা একটি ওড়না মাথায় দিয়েছিলেন।
অভিনেত্রী এদিন তাঁর বিয়ের ছবি শেয়ার করে লেখেন, 'ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথা থেকেই হৃদয় জানত। এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি। মিস্টার ও মিসেস হতে পেরে ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের একসাথে পথ চলার শুরুয়াত হল…।' প্রিয়াঙ্কা চোপড়া বোনের বিয়েতে না আসতে পারলেও এদিন শুভেচ্ছা জানান। তিনি লেখেন, 'আমার আশীর্বাদ আছে সবসময়।'