বাংলা নিউজ > বায়োস্কোপ > Shahrukh Khan lookalike : বিশ্বজুড়ে 'পাঠান' ঝড়, সুযোগ বুঝে বাজি মারছেন এই ‘নকল’ শাহরুখ…

Shahrukh Khan lookalike : বিশ্বজুড়ে 'পাঠান' ঝড়, সুযোগ বুঝে বাজি মারছেন এই ‘নকল’ শাহরুখ…

'নকল শাহরুখ'

একেবারেই শাহরুখের মতোই হাঁটাচলা, আদবকায়দা। হঠাৎ করে দেখলে যে কেউ হোঁচট খাবেন। সম্প্রতি ভাইরাল হয়েছে কর্ণাটকের এক বিয়ের সঙ্গীতে তাঁর শাহরুখ সেজে নাচার ভিডিয়ো। যেকোনও অনুষ্ঠানে তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য ইনস্টাগ্রামে নিজের ফোন নম্বরও দিয়ে দিয়েছেন তিনি।

বিশ্বজুড়ে 'পাঠান'-এর জয়জয়কার। 'বাদশা' শাহরুখ এখন ভীষণ ব্যস্ত। তাই বাজি মারছেন শাহরুখ খানের ডুব্লিকেট। 'পাঠান'-এর দৌলতে বেশ ভালোই আয় হচ্ছে তাঁর। রাতারাতি বাড়ছে শাহরুখ খানের 'হামসকল' রিজওয়ান খানের ব্যাঙ্ক ব্যালেন্স। ভাবছেন, 'পাঠান' ব্যবসা করছে, তো রিজওয়ান খানের আয় কীভাবে বাড়তে পারে? তাহলে খোলসা করা যাক…

সিনেমায় অভিনয় ছাড়াও এর আগে শাহরুখকে বহু বড় ব্যবসায়ীর বিয়েতে, নানান ব্যক্তিগত অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে পারফর্ম করতে দেখা গিয়েছে। তবে সেসবই মূলত কেরিয়ারের শুরুর দিকে। খ্যাতি বাড়ার সঙ্গে ব্যস্ততাও বেড়েছে, তাই এখন আর কিং খানের কাছে সময় কোথায়? আর এই মুহূর্তে তো একদমই নেই। তারই সুযোগে বাজার গরম রিজওয়ান খানের। অবিকল শাহরুখ খানের মতো দেখতে যে তাঁকে। এটাই তাঁর প্লাস পয়েন্ট। সম্প্রতি বহু অনুষ্ঠানে 'পাঠান' শাহরুখ সেজেই এন্ট্রি নিয়েছেন রিজওয়ান। রাজকীয় অভ্যর্থনা করেই নিয়ে যাওয়া হয়েছে রিজওয়ানকে।

জানা যায়, শাহরুখ খানের ডুপ্লিকেট রিজওয়ান খান মুম্বইয়েরই বাসিন্দা। তবে শুধু রিজওয়ান নন, শাহরুখের আরও একজন ডুপ্লিকেট রয়েছেন, নাম ইব্রাহিম কাদ্রি। যিনি কিনা আবার গুজরাতের বাসিন্দা। কিং খানের এই ডুপ্লিকেটদের ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়।

প্রসঙ্গত, এই মুহূর্তে শাহরুখের 'পাঠান' বিশ্বজুড়ে বক্স অফিসে তোলপাড় করে দিচ্ছে। মুক্তির ১৫ দিনের মাথায় দাঁড়িয়ে বিশ্বব্যাপী 'পাঠান'-এর ৮৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 'পাঠান' পিছনে ফেলে দিয়েছে সলমন খানের 'বজরঙ্গী ভাইজান'-কে। দেশের বাজারে পাঠানের ব্যবসা ১৪ দিনের মাথাতেই KGF-২-এর হিন্দি সংস্করণকে ছাপিয়ে গিয়েছিল। কেজিএফ ২-এর হিন্দি ভার্সনের মোট আয় ৪৩৪ কোটির সামান্য বেশি, যা অতি সহজেই পার করে ফেলে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই স্পাই ছবি। বলিউডে তৈরি ছবির মধ্যে দেশের মার্কেটে সবচেয়ে বেশি টাকা কামানো ছবির খেতাব আগেই নিজের পকেটে পুরেছেন শাহরুখ। তাঁর সামনে আপতত একমাত্র চ্যালেঞ্জ 'বাহুবলি ২'।

 

বন্ধ করুন