বলিউড মানেই গ্ল্যামার দুনিয়া। যেখানে প্রতিটা পদক্ষেপে কম্পিটিশন। তবে এই আলোর ঝলকানির পিছনে রয়েছে একটা অন্ধকার জগত। একাধিক বলিউড অভিনেত্রীর নাম জড়িয়েছে কুকর্ম! কেউ কেউ অভিযোগের ভিত্তিতে জেলও খেটেছেন-
1/5ইন্ডাস্ট্রির লাইমটাইটের ঝলকেের পিছনে কারও কারও গায়ে রয়েছে আসামীর তকমা? এই গ্ল্যামারাস রমনীদের নাম জড়িয়েছে নানা কুকীর্তিতে! কে কে? রইল তালিকা।
2/5মধুবালা (Madhubala) : ষাটের দশকের পরবর্তী সময় বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ছিলেন মধুবালা। তাঁর রূপে মুগ্ধ ছিল আসমুদ্র হিমাচল। কিন্তু অনেকেই জানেন না, ১৯৫৭ সালে জেলের রুটি খেতে হয়েছিল মধুবালাকে। ওই বছরই আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। বলিউডের একজন প্রযোজক অভিযোগ ছিল, ছবিতে অভিনয়ের জন্য অগ্রিম টাকা নিয়েছিলেন মধুবালা। পরে সেই টাকা ফেরত দিতে অস্বীকার করেন অভিনেত্রী। এরপরই সেই প্রযোজক মামলা করেন অভিনেত্রীর বিরুদ্ধে। এই কারণে বেশ কিছুদিন জেলের ঘানি টেনেছিলেন অভিনেত্রী।
3/5শ্বেতা বসু (Sweta Basu) : ‘মাকড়ি’ ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন শ্বেতা বসু। তিনি জাতীয়পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। টাকার জন্য নাকি পতিতাবৃত্তি করেছিলেন শ্বেতা! এক হোটেল থেকে হাতেনাতে ধরা পড়েছিলেন অভিনেত্রী। এরপরই দু-মাস জেল খাটতে হয়েছিল তাঁকে।
4/5মনিকা বেদী (Monica Bedi) : বলিউড এবং হিন্দি টেলিভিশন জগতের অন্যতম সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শ্বেতা। তাঁর নাম জড়িয়েছিল আবু সালেম নামের এক আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে। দুজনের মধ্যে নাকি প্রণয়ের সম্পর্ক ছিল। চোরাবাজারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অপরাতে ২০০২ সালে আবু সালেমের পাশাপাশি নাম জড়ায় মনিকার। এরপরই অভিনেত্রীর বলিউড কেরিয়ার শেষ হয়ে যায়।
5/5সোনালী বেন্দ্রে (Sonali Bendre) : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে অভিযুক্ত ছিলেন এই অভিনেত্রী। একটি ফটোশ্যুটে 'ওম নমঃ শিবায়’ লেখা হলুদ কুর্তা পরে চর্চায় ছিলেন নায়িকা। সোনালীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে মামলা হয় এমনকি কয়েকদিন জেল খাটতে হয়েছিল অভিনেত্রীকে।