স্টার জলসার অন্যতম হিট মেগা হল গীতা এলএলবি। এই ধারাবাহিকে স্বস্তিক এবং গীতার রসায়ন জমে ক্ষীর। একই সঙ্গে গীতার দাপুটে অভিনয় অল্পদিনেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এবার এই ধারাবাহিকের গল্পে আসছে নতুন মোড়। প্রকাশ্যে এল সেটারই প্রোমো।
আরও পড়ুন: বরের পর এবার স্ত্রীর পালা! আসন্ন স্পাই থ্রিলারে আলিয়ার সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশনে ভিড়বেন ববি
গীতা এলএলবির নতুন প্রোমো
স্টার জলসার তরফে প্রকাশ্যে আনা হয়েছে গীতা এলএলবি ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে গীতা তার প্রথম কেসে জয়ী হয়েছে। অবশেষে নানা জটিলতা কাটিয়ে পদ্মকে সে ন্যায় বিচার দেওয়াতে পেরেছে। আর প্রথম কেসে জয়ী হওয়ার পরই কথা মতো গীতাকে সিঁদুর পরাতে আসছিল স্বস্তিক। তখনই ঘটে যায় অঘটন।
স্বস্তিককের উপর করা যেন হামলা চালায়। রড দিয়ে তার মাথার পিছনে মারে। অজ্ঞান হয়ে যায় সে। খবর পেয়ে ছুটে আসে গীতা। এবার কি তার মনেও ভালোবাসার ছোঁয়া লাগবে? কোন দিকে ঘুরবে তার আর স্বস্তিকের সম্পর্ক? সেটার দিকেই মুখিয়ে দর্শকরা।
গীতা এলএলবি প্রসঙ্গে
গীতা এলএলবি ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হয়। এখানে নাম ভূমিকায় অভিনয় করছেন হিয়া মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে আছেন বাসন্তী চট্টোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, প্রমুখ।