1/6সোশ্যাল মিডিয়ায় হামেশাই চর্চায় থাকেন হাসিন জাহান। ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামির স্ত্রীকে ঘিরে কৌতুহলের শেষ নেই নেটিজেনদের। দীর্ঘদিন ধরেই শামির সঙ্গে আইনি লড়াই চলছে হাসিনের, একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6সর্বধর্ম সমন্বয়ের পাঠ পড়িয়েই মেয়েকে বড় করছেন হাসিন। তাই তো ইদ হোক বা ক্রিসমাস, কিংবা সরস্বতী পুজো বা দোল-- সব উৎসবেই মেতে উঠেন মা-মেয়ে। দোলের দিন মেয়ের রাধিকা রূপ প্রকাশ্যে আনলেন হাসিন। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6হাসিন নিজে নাচতে দারুণ ভালোবাসেন, মেয়েকেও নাচ শেখাচ্ছেন। দোল উপলক্ষ্যে নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিল হাসিন-শামি কন্যা। সেখানই আয়রাকে পাওয়া গেল রাধারানির বেশে। পরনে গোলাপি পাড় সবুজ শাড়ি, মাথায় নীল রঙা ওড়না-- গা ভর্তি ফুলের সাজে ভারী মিষ্টি দেখাচ্ছে ছোট্ট 'রাধা' আইরাকে। কিন্তু এই খুদেকেও কটাক্ষ করতে ছাড় না কট্টরপন্থীরা। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6কট্টরপন্থীদের অনেকেই হাসিনকে তুলোধনা করেন। কেউ লেখেন, ‘আল্লাহকে ভয় করে করুন, এগুলো বিধর্মীদের মতো কাজ’। অপর একজন লেখেন,'লজ্জা পাওয়া দরকার'। অনেকে শামির প্রসঙ্গ তুলে ব্য়ক্তিগত আক্রমণ করেন হাসিন জাহানকে। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6২০১৫ সালে জন্ম শামি-হাসিনের একমাত্র কন্যা আইরার। বাবা-মা আলাদা হওয়ার পর থেকে মায়ের কাছে থাকে আইরা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই মেয়ের মিষ্টি ছবি ও নাচের ভিডিয়ো পোস্ট করেন হাসিন।
6/6২০১৮ সাল থেকে আইনি লড়াই চলছিল শামি ও হাসিনের। সেই সময় থেকেই মেয়ের খোরপোষ বাবদ প্রতি মাসে ৮০ হাজার টাকা দেন শামি, চলতি বছরের গোড়াতেই কলকাতার এক আদালত রায় দিয়েছে স্ত্রীর খরচ বাবদও ৫০ হাজার টাকা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে দিতে হবে শামিকে। যদিও এই রায়ে খুশি নন হাসিন। তিনি শামির কাছ থেকে প্রতি মাসে ১০ লক্ষ টাকা দাবি করেছেন। (ছবি- ইনস্টাগ্রাম।)