Bengali Mega Actresses: বাংলা টেলিভিশন জগতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা একসময় পর্দা থেকে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু বর্তমানে পর্দা থেকে একেবারেই হারিয়ে গিয়েছে তাঁরা। অনেক জনপ্রিয় অভিনেত্রী যাদের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এখন আর অভিনয় করতে দেখা যায় না-
1/7বাংলা টেলিভিশনের একাধিক অভিনেত্রী হঠাৎই হারিয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে, যাদের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এখন আর অভিনয় করতে দেখা যায় না। কারা কারা দেখে নিন-
2/7বিজয় লক্ষ্মী চট্টোপাধ্য়ায় (Vijaylakshmi Chatterjee) : ‘রানু পেল লটারি’ (২০১৮) ধারাবাহিকের মাধ্যমে টেলি পর্দায় পা রাখেন বিজয় লক্ষ্মী। এই ধারাবাহিকের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এখন আর কোনও ধারাবাহিকে দেখা যায় না তাঁকে।
3/7বিনীতা চট্টোপাধ্য়ায় (Binita Chatterjee) : ‘মেম বউ’ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন বিনীতা। সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এই ধারাবাহিকের পর আর অন্য কোনও ধারাবাহিকে দেখা যায়নি অভিনেত্রীকে।
4/7নেহা আমনদীপ (Neha Amandeep) : ২০১৬ সালে সম্প্রচারিত ‘স্ত্রী’ ধারাবাহিকে অভিনয় করেছেন অবাঙালি অভিনেত্রী নেহা। এরপর সান বাংলাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। দুটি ধারাবাহিকের পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি অভিনেত্রীকে।
5/7তিথি বসু (Tithi Bose) : প্রায় ৫ বছর ধরে টেলিভিশনে চলেছিল ‘মা’ ধারাবাহিক। ৫ বছরই ঝিলিকের চরিত্রে একটানা অভিনয় করেছিলেন তিথি বসু। এরপর আর টেলিভিশনের পর্দায় তেমন কোনও ধারাবাহিকে দেখা মেলেনি তাঁর।
6/7বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee) : ‘বয়েই গেল’ ধারাবাহিক থেকে দর্শকমহলে জনপ্রিয়তা পান অভিনেত্রী বাসবদত্তা। নেতাজি, গানের ওপারে-র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন। কিছু দিন আগেই মা হয়েছেন অভিনেত্রী। আপাতত কিছুদিন টেলিভিশন পর্দা থেকে বিরতি নিয়েছেন।
7/7প্রত্যুষা পাল (Pratyusha Paul) : ২০১৭ সালে ‘তবু মনে রেখো’ ধারাবাহিক দিয়ে টেলিভিশন পর্দায় পথ চলা শুরু করেন। রেশম ঝাঁপি, এসো মা লক্ষ্মী-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এখন আর কোনও সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় না তাঁকে।