শুভব্রত মুখার্জি: আসন্ন টি২০ বিশ্বকাপের আসর আর কয়েক দিন পরেই শুরু হবে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলেছে এবারের বিশ্বকাপ। ১ জুন থেকে শুরু হবে এই টি-২০ বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে খেলার লক্ষ্যেই এবার নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল আইরিশরা। দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে পল স্টার্লিংকে। সাদা বলের ফর্ম্যাট অর্থাৎ ওয়ানডে এবং টি২০ ফর্ম্যাটে আইরিশদের পারফরম্যান্স বেশ ভালো। সেই ভালো পারফরম্যান্স তারা বজায় রাখতে চায়। এই বিশ্বকাপের প্লে অফে যাওয়া লক্ষ্য আইরিশদের।
কিছুটা দেরিতে হলেও, এবার দল ঘোষণা করল আয়ারল্যান্ড। যদিও আইসিসিকে তারা দলের তালিকা আগেই দিয়ে দিয়েছিল। তবে অফিসিয়াল ঘোষণা তারা করল মঙ্গলবার। গত বছর থেকেই আইরিশদের সাদা-বলের ফর্ম্যাটে নেতৃত্ব দিচ্ছেন পল স্টার্লিং। তাঁকেই অধিনায়ক রেখে বিশ্বকাপে অভিযান করবে আইরিশরা। বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ এবং নেদারল্যান্ডস-স্কটল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এই দুই সিরিজ এবং বিশ্বকাপের জন্য প্রায় একই স্কোয়াড রেখে দিয়েছে আইরিশরা।
ভারতে এই মুহূর্তে চলছে আইপিএলের খেলা। আর এখানে খেলছেন বলে বিশ্বকাপের আগে দুই সিরিজে খেলা হবে না তাদের পেসার জোস লিটলের। তিনি পরবর্তী সময়ে আইরিশদের বিশ্বকাপ দলের সঙ্গে যুক্ত হবেন। আয়ারল্যান্ডের স্কোয়াডে এবার তেমন চমক নেই। অধিনায়ক স্টার্লিংয়ের পাশাপাশি রয়েছেন প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিও। বর্তমানে আইসিসির টি২০ র্যাঙ্কিংয়ের ১১তম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। এই বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে তারা। যে গ্রুপে এছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা।
এক নজরে আয়ারল্যান্ডের টি২০ বিশ্বকাপের স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবার্নি, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জোস লিটল, ব্যারি ম্যাককার্থি, নীল রক, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট এবং ক্রেগ ইয়ং।