এই মুহূর্তে কেরিয়ারের নতুন অধ্যায় জমিয়ে উপভোগ করছেন পূজা ভাট। নব্বইয়ের দশকের গোড়াতেই বলিউড দাপিয়ে বেরিয়েছেন মহেশ ভাটের প্রথমপক্ষের কন্যা পূজা। তাঁর জীবনে বিতর্কও কম নেই। বাবার ঠোঁটে চুম্বন থেক আলিয়া ভাটকে নিয়ে গুজবের মুখে পড়েছেন পূজা। আলিয়া নাকি মহেশ ভাট ও পূজা ভাটের মেয়ে, এমন গুঞ্জন হেসে উড়িয়েছেন অভিনেত্রী।
বাবার মতোই ব্যক্তিগত জীবনে অজস্র চড়াই উতরাই দেখেছন পূজা। নিজের সম্পর্ক নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি পূজা। তবে এই বয়সে পৌঁছানোর পরেও তাঁর ব্যক্তিগত জীবনে লোকের অতিরিক্ত উৎসাহে বিরক্ত অভিনেত্রী। পূজা এক সাক্ষাৎকারে বলেন, 'আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয়, 'তুমি বিয়ে করছো না কেন, তুমি একা কেন? আপনি নিজের জন্য খুব ভাল করছেন। আপনি একজন আকর্ষণীয় নারী। চলো, তোমাকে একজনের সঙ্গে দেখা করিয়ে দিই৷' পরিচিতদের কাছ এমন কথা শুনলে পালটা কী বলেন পূজা? মহেশ-কন্যা বলেন, 'আমি বলি, 'বস, আমাকে উদ্ধার করার দরকার নেই'৷' পূজা জানান আজও সমাজে প্রতিনিয়ত মেয়েদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। মেয়েরা একা বাঁচতে পারে স্বাধীনভাবে, এই কথাটা সমাজ মেনে নিতে পারে না।
সম্প্রতি ওয়েব শো 'বিগ গার্লস ডোন্ট ক্রাই'-এ দেখা গিয়েছে, ৫২ বছর বয়সী এই অভিনেত্রীকে। তিনি আরও বলেন, ‘আমার যদি কাউকে প্রয়োজন হয়, তাহলে সে এমন কেউ হবে যে আমার সঙ্গী হতে পারে। আমি আমার জীবনে সঙ্গী খুঁজছি সমাধন নয়। একজন পুরুষ একজন নারীর জীবনে সমাধান হতে পারে না। আমাদের নিজেদের পথে চলার সামর্থ্য থাকতে হবে।’
এর আগেও মণীশ মাখিজা ও রণবীর শোরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ২০০৩ সালে মণীশকে বিয়ে করেছিলেন পূজা, ২০১০ সালে দাম্পত্যে ইতি টানেন। আলিয়ার সৎ দিদি বলেন, ‘আমি যদি একজন সঙ্গী খুঁজে পাই, সেটাই হবে সবচেয়ে বড় উপহার। যদি আমি খুঁজে নাও পাই, তাহলেও ঠিক আছে কারণ আমি আমার জীবনের জন্য কৃতজ্ঞ। আমার পরিবার আছে। আমি আমার বন্ধুত্বের মাধ্যমে প্রচুর সম্পদ পেয়েছি। আমার বাবা আছে। আমার কাজ আছে। লাইফ ইজ বিউটিফুল। আমি অসম্পূর্ণ নই কারণ আমি অবিবাহিত’। তিনি দৃঢ়তার সাথে জানা, তার চারপাশে এমন লোক রয়েছে যারা তাঁর বিয়ের ঘটকালির চেষ্টা চালান অকারণেই।
পূজা বলেন, ‘কিছু লোক আমার কাছে এসে বলে বিয়ে করে নে, কিন্তু কেন করব বিয়ে? তারা আমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায়। কিন্তু আমি ম্যাচমেকার খুঁজছি না। মহাবিশ্ব যদি চায় আমি কারও সাথে দেখা করি, তবে তা ঘটবে। আপতত কেরিয়ারই মূল ফোকাস পাপ পরিচালকের।
সাম্প্রতিক সময়ে,পূজা বোম্বে বেগমস, চুপ এবং সানার মতো প্রকল্পগুলিতেও অভিনয় করেছেন যা আন্তর্জাতিক উত্সবগুলিতে সমালোচকদের প্রশংসা পাচ্ছে।