নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী ছিলেন পূজা ভাট। তবে হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন মহেশ ভাটের বড় মেয়ে। ভাট পরিবারের এই কন্যে স্কুলের গণ্ডি পার করবার আগেই অভিনয়ের দুনিয়ায় পা রাখেন। ১৯৮৯ সালে ‘ড্যাডি’ ছবির মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় আত্মপ্রকাশ করেন পূজা। যদিও তিনি লাইমলাইটে উঠে আসেন ‘দিল হ্য়ায় কে মানতা নেহি’ (১৯৯১) ছবিতে আমির খানের নায়িকা হিসাবে। তখন তাঁর বয়স সবে ১৯! আরও পড়ুন-এ কী দশা নুসরাতের! হাসপাতালের বিছানায় বসে ছবি পোস্ট, হল অস্ত্রোপচার, কেমন আছেন?
এরপর নব্বইয়ের দশক জুড়ে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন, কিন্তু ৩০-এর আগেই অভিনয় জগত থেকে সন্ন্যাস নেন। সম্প্রতি বিগ বস ওটিটি ২-এর মঞ্চে দর্শক দেখছে মহেশ ভাটের বড় মেয়েকে। ট্রফির অন্যতম দাবিদার তিনি। সম্প্রতি বিগ বসের মঞ্চে নিজের আর্থিক দুরাবস্থা নিয়ে মুখ খুলেছেন পূজা। প্রাক্তন অভিনেত্রী জানান, একটা সময় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ৪ হাজার টাকা ছিল।
সহ-প্রতিযোগী এলভিশ যাদবের সঙ্গে আলাপচারিতায় পূজা বলেন, ‘আমি ছোটলোক বলতে কারুর সামাজিক অবস্থান বা ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে খোঁটা দিইনি। সেইক্ষেত্রে তো আমি সবচেয়ে ছোটলোক কারণ আমার বাবা বিগ বসের মঞ্চে দাঁড়িয়ে বলে গেছেন আমার জন্মের সময় ওঁনার কাছে মাত্র ১২০০ টাকা ছিল। আমি একটা সময় বিরাট বড় স্টার ছিলাম, তবে এমন দিনও গেছে যখন আমার অ্যাকাউন্টে মাত্র চার হাজার টাকা ছিল’।
কিন্তু ‘জখম’ নায়িকার এমন আর্থিক পরিস্থিতির কারণ কী ছিল? পূজার সাফাই, তিনি কারুর কাছে হাত পাতেননি। জীবনের অনেক চড়াই-উতরাই দেখেছেন। যা বিনোদন জগতে খুবই স্বাভাবিক। পূজা স্পষ্ট করেন, ‘ছোটলোক বলতে ছোট মানসিকতার লোক বোঝাতে চেয়েছি আমি’।
সম্প্রতি বিগ বসের ঘরে একটি টাস্ক চলাকালীন অন্য প্রতিযোগিদের ‘ছোটলোক’ বলে কটাক্ষ করেন পূজা। সেই নিয়ে ব্যাপক শোরগোল হয়। পূজা জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখা হচ্ছে। তাঁর কথায়, ‘আমি ছোট মানসিকতার পরিচয় তারা দিচ্ছে সেটা বোঝাতে চেয়েছি মাত্র… যদি প্রত্যেক শব্দের এমন চুলচেরা বিশ্লেষণ হয় সেটা মুশকিল’।
সোমবার ১৪ অগস্ট অনুষ্ঠিত হবে বিগ বস ওটিটি ২-র গ্র্যান্ড ফিনালে। সেরা ৫ প্রতিযোগির তালিকায় আগেই জায়গা করে নিয়েছেন পূজা। ট্রফি জয়ের অন্যতম দাবিদার তিনি।
প্রসঙ্গত, অভিনয় কেরিয়ারে ইতি টানার পর পরিচালক এবং প্রযোজক হিসাবে কাজ করছেন পূজা। ‘পাপ’,'ধোকা', ‘জিসম ২’-এর মতো ছবি পরিচালনা করেছেন আলিয়ার সৎ দিদি।