পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের মাধ্যমেই তিনি নাম ডাক অর্জন করেছিলেন। এই ধারাবাহিক যখন শুরু হয় তখন তিনি নিতান্তই শিশু। এখন সেই ধারাবাহিক শেষ হওয়ার পর বহু বছর হয়ে গেছে যেমনই তেমনই হিয়াও এখন কিশোরী। অভিনয় জগতে না ফিরলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ তিনি। রয়েছে অগুনতি ভক্তও। সেই পটল ওরফে হিয়া গত শনিবার সোশ্যাল মিডিয়ায় এমন একটা পোস্ট করে যা দেখে সকলেই চমকে ওঠেন। হাতে স্যালাইন লাগানো, হাসপাতালের বিছানায় পটল। সেই দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। অনেকেই সেই পোস্টে তাঁর কী হয়েছে জানতে চান। কেউ আবার কটাক্ষও করেন। পাকা পটল বলে তকমাও দেন তাঁরা। কিন্তু তাঁর হয়েছিল কী? পটলের একটি ১৫ সেমির টিউমার হয়েছিল। সেটার অপারেশন হল। সোমবার তাঁর ছুটি হয়েছে।
ছুটির আগে হাসপাতালে বসে একটা ভিডিয়ো বানান হিয়া। সেখানে শত অসুস্থতা নিয়েও হাসিমুখে বলতে তাকে বলতে শোনা যায়, 'এবার অবশেষে বাড়ি যাব। বাড়ি গিয়ে খাব।'
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ‘পটল কুমার’! হল জটিল অস্ত্রোপচার, এখন কেমন আছে হিয়া?
আরও পড়ুন: 'পুজোয় কী পোশাক পরতে হয় শেখো', ফের ট্রোলের মুখে হিয়া, আবার কোন 'ভুল' করলেন পটল কুমার?
তাঁর এদিনের পোস্টে অধিকাংশ মানুষই তাঁর সুস্থতা কামনা করেছেন। অন্যান্য সময় যেমন অনেকেই তাঁকে কটাক্ষ করেন, বেশি পাকা, বেড়ে পাকা, পাকা পটল, ইত্যাদির তকমা দেয় তাঁর কাজকর্মের জন্য। কিন্তু অসুস্থতার খবর পেয়ে সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
প্রসঙ্গত তাঁর শরীর খারাপের খবর পেয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর মায়ের সঙ্গে, তখনই জানা গেল তিনি বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অভিনেত্রীর মা শ্রাবণী দে জানিয়েছিলেন, ‘ওর পেটে ১৫ সেন্টিমিটারের একটা টিউমার হয়েছিল, সঙ্গে সিস্ট। সেটাই অপারেশন করে বার করা হয়েছে। কোনওরকম উপসর্গই ছিল না, গত শনিবার মেয়ের পেটটা একটু ফোলা লাগে। সঙ্গে সঙ্গে আমরা আমরিতে (মুকুন্দপুর) নিয়ে আসি। সেখানেই জানা যায়, ইউরেথ্রার উপরে, ইউটেরাসের পিছন দিকে এত বড় টিউমার রয়েছে। ওর বৃহস্পতিবার ওর অপারেশন হয়েছে’। এখন কেমন আছেন হিয়া? স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্রাবণী দেবী জানালেন, ‘আসলে বয়স আন্দাজে ওর টিউমারটা অনেক বড় ছিল, একটু ভয়ই পেয়েছিলাম। তবে এখন ও একদম সুস্থ রয়েছে।’