প্রকাশ রাজকে ঠোঁটকাটা, বা স্পষ্টবক্তা বলে মনে হয় না এতটুকু অত্যুক্তি করা হবে। অভিনেতা টুইটার হোক বা বাস্তবে কখনই তাঁর বক্তব্যকে মেপে পেশ করেন না। যেটা মনে হয় সেটাই বলেন। তাঁর সঙ্গে সাক্ষাৎকারের সূচনা হয়েছিল তাঁর আগামী কাজ দিয়ে এবং শেষ হল বিনোদন জগতে মাফিয়া রাজ নিয়ে।
প্রকাশ রাজকে এরপর দেখা যেতে চলেছে জি ৫ এর স্পাই থ্রিলার শো মুখবীরে। সেখানে তিনি একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন। এই চরিত্রের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলার সময় তিনি জানান, 'আমরা এখানে আমার জন্মেরও আগের সময় অর্থাৎ, ১৯৬০ সালের একটি অজানা গল্পের কথা বলব। আর আজ ২০২২ সালে দাঁড়িয়ে আমরা যে এই দেশে এখনও নিরাপদে বাস করছি তার জন্য কোথাও না কোথাও এই অনামী হিরোটির কৃতিত্ব আছে। কিন্তু আমরা সেই কথা জানি কি? একটা দেশ চালাতে কত কিছু প্রয়োজন হয়। সেটা কখনই একজন মানুষ হতে পারে না, কিংবা এক ধরনের ভাবনা চিন্তা, কিংবা এক দল হতে পারে না। প্রতিটি মানুষই দেশপ্রেমিক এবং তাঁদের প্রত্যেকের অবদান রয়েছে এই দেশের জন্য। আর সেটাই আমার ভালো লেগেছে এই গল্পের।'
যবে থেকে মুখবীরের ট্রেলার প্রকাশ্যে এসেছে তবে থেকে এই গল্পটিকে রাজির সঙ্গে তুলনা করা হচ্ছে। দুটো গল্পই সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এবং দুই জায়গাতেই ভারতীয় চর পাকিস্তানে থেকে সেখানকার খবরাখবর এই দেশে পাঠাত। যখন প্রকাশ রাজকে এই দুই ছবির তুলনার বিষয়ে জিজ্ঞেস করা হয় তিনি বলেন, ' আমার মনে হয় না মিল আছে। যখন মুখবীরের কথা বলছি তখন এখানে স্রেফ দুটি দেশ নেই। এই ছবির গল্প, প্রেক্ষাপট, সবটাই ব্যক্তিটিকে তাঁর অস্তিত্বের এবং পরিচিতির প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। দুটো গল্প এক নয়, কোনও জিনিসকে নতুন ভাবে দেখার আঙ্গিক কেবল।'
তিনি আরও জানান, এই ছবিটি গুরুত্বপূর্ণ কারণ তিনি মনে করেন এই ছবির গল্পের ধরনটা জরুরি, কারণ মানুষ সেই একঘেঁয়ে গল্প বলার ধরন দেখে বিরক্ত হয়ে গিয়েছে। তিনি বলেন, ' সাম্প্রতিককালে আমরা এমন অনেক ওয়েব সিরিজ দেখেছি যেখানে জীবনের একটা অংশকে তুলে ধরা হয়েছে। মানুষ এখন এগুলোই দেখতে চায়। মহামারীর পর মানুষ কনটেন্টের সঙ্গে নিজেদের মেলাতে শুরু করেছেন। লক্ষ্য করলে দেখতে পারবেন মেকি ভাব চলে যাচ্ছে ধীরে ধীরে। মাফিয়া রাজ কমছে। এখন সত্যিকারের ট্যালেন্ট এবং কনটেন্টের কদর করছে মানুষ। এটা দেখে ভীষণ ভালো লাগছে। কন্টেন্টই শেষ কথা বলছে।'
সিনেমা এবং শিল্প নিয়ে কথা বলতে গিয়েছে প্রকাশ রাজ একটি দারুন শব্দের ব্যবহার করলেন 'মাফিয়া।' প্রকাশ জানান তিনি এই শব্দটা আগেও ব্যবহার করেছেন, আবারও করবেন। তিনি বলেন, ' সিনেমা বর্তমান সময়ের মানুষের ভাষা। এটা একটা নদীর মতো যা বহমান কিন্তু মানুষ তাকে থামিয়ে দিয়েছিল। তারা শর্ত দিয়ে দিয়েছিল যে আগে সিনেমা হলেই দেখাতে হবে সিনেমা সেই অনুযায়ী ২-২.৫ ঘণ্টার স্ক্রিপ্ট লেখো। সিনেমা যে প্রথম টিভিতেও বের করা যায় এটা মানুষ ভুলে গিয়েছিল। আটকে দেওয়া হয়েছিল এই ভাবনাটাকে। কিন্তু যেই মুহূর্তে মহামারী এল, ওমনই সেটা সরে যায় এবং এক কনটেন্টগুলো বেরিয়ে আসতে থাকে।'
তাঁর মতে ওয়েব জগৎ একজন অভিনেতার জন্য একটা নতুন জগৎ খুলে দিয়েছে। এতদিন তিনি পর্দায় এক ধরনের ছবি করেছেন বলে জানান, তাঁর খ্যাতিও সেই ধরনের ছবির জন্য। কিন্তু এখন ওয়েব মাধ্যম এসে যাওয়ায় তাঁকে চিন্তা করতে হয় না, এই ছবি আমার ধরনের, ওটা নয়। এটাই এই মাধ্যমের সৌন্দর্য বলে তিনি জানান। এছাড়া ওয়েব মাধ্যমে এখন দর্শকদের সংখ্যাও বেশি।
মুখবীরে প্রকাশ রাজের সঙ্গে জৈন খান দুররানি, আদিল হুসেনকে দেখা যাবে। শিবম নাইয়া এবং জয়প্রসাদ দেসাই এই সিরিজে পরিচালনা করেছেন। আগামী ১১ নভেম্বর থেকে এই ওয়েব সিরিজ জি ৫-এ দেখাবে।