বাংলা নিউজ > বায়োস্কোপ > Ileana D'Cruz: ‘শক্ত করে ধরে, চোখের জল মুছে দেয়’, প্রেমিককে নিয়ে বহু কথা বললেন ইলিয়ানা

Ileana D'Cruz: ‘শক্ত করে ধরে, চোখের জল মুছে দেয়’, প্রেমিককে নিয়ে বহু কথা বললেন ইলিয়ানা

প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করলেন ইলিয়ানা

নিজের এনগেজমেন্ট রিংয়ের ছবি শেয়ার করে ইলিয়ানা বুঝিয়ে দিয়েছিলেন এই জার্নিতে তিনি একা নন। এবার নিজের প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ঝাপসা ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। আলো আঁধারিতে তোলা ওই ছবিতে ইলিয়ানার প্রেমিকের মুখ অস্পষ্ট। দীর্ঘ নোটে মনের কথা উজাড় করেছেন তিনি।

‘মাতৃত্ব সুন্দর থেকে সুন্দরতর অভিজ্ঞতা…’, নেটমাধ্যমের পাতায় প্রেমিকের ছবি দেখিয়ে দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। চেটেপুটে মাতৃত্বকে উপভোগ করছেন হবু মা। প্রায়শই নেটমাধ্যমের পাতায় বেবিবাম্পের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। শরীরে ধীরে ধীরে বেড়ে উঠছে ছোট্ট একটা প্রাণ। বিয়ের আগেই মা হওয়ার কথা জানিয়ে রীতিমতো সকলকে চমকে দিয়েছেন। এবার প্রেমিকের ঝাপসা ছবি শেয়ার করলেন ইলিয়ানা।

কিছুদিন আগে নিজের এনগেজমেন্ট রিংয়ের ছবি শেয়ার করে ইলিয়ানা বুঝিয়ে দিয়েছিলেন এই জার্নিতে তিনি একা নন। এবার নিজের প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ঝাপসা ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। আলো আঁধারিতে তোলা ওই ছবিতে ইলিয়ানার প্রেমিকের মুখ অস্পষ্ট।

প্রেমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইলিয়ানা লেখেন, ‘মাতৃত্ব সুন্দর থেকে সুন্দরতর অভিজ্ঞতা.. আমি ভাবিনি যে আমি এমন অভিজ্ঞতা অর্জন করতে পারব তাই এই যাত্রায় নিজেকে অসম্ভব সৌভাগ্যবতী মনে হচ্ছে। তোমার ভেতরে বেড়ে ওঠা একটা জীবন অনুভব করা কতটা সুন্দর, তা বর্ণনা করাও সম্ভব না। বেশিরভাগ দিনই আমি আমার বাম্পের দিকে তাকিয়ে থাকি আর বলি আমি শীঘ্রই তোমাকে দেখতে পাব আমার কখনও খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে। চোখের কোনে জল চলে আসে। হাতড়েও আশা খুঁজে পাই না।'

আরও পড়ুন: বাগদান সারলেন বরুণ তেজ এবং লাবণ্য, ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন চিরঞ্জীবী

অভিনেত্রী আরও লেখেন, ‘এই ভাবনা থেকেই চোখে জল আসে, তারপর অপরাধবোধ। আমার মাথার ভেতর যে কণ্ঠস্বর শুনতে পাই তা আমার কাছে হতাশাজনক। কিন্তু আমার কৃতজ্ঞ হওয়া উচিত, এত তুচ্ছ ব্যাপার নিয়ে কান্নাকাটি করা উচিত নয়। আমার আরও শক্তিশালী হওয়া উচিত। যদি আমি যথেষ্ট শক্তিশালী না হই তাহলে আমি কেমন মা হব! আমি জানি না আমি কী ধরনের মা হব! আমি সত্যিই জানি না। আমি শুধু এটুকুই জানি যে আমি এই ছোট্ট মানুষটাকে খুব ভালোবাসি, আমি হয়তো ভেঙে পড়তে পারি তবে এখনের জন্য আমার মনে হয় এইটুকুই যথেষ্ট’।

প্রেমিক সম্পর্কে ইলিয়ানা লিখেছেন, ‘আর মাঝেমধ্যে আমি ভুলে যাই যে আমার নিজের প্রতি আমার সহৃদয় হওয়া উচিত, সেদিন সুন্দর মানুষটা আমার সহযোগী হয়ে ওঠে। যখন আমি ভেঙে পড়ি তখন সে আমাকে ধরে রাখে আর চোখের জল মুছে দেয়। আমাকে হাসাতে জোকস শোনায়। আমাকে জড়িয়ে ধরে শান্ত করে। ও জানে আমার কী প্রয়োজন।’

উল্লেখ্য, কিছুদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরির একটি ছবিতে মিস্ট্রি ম্যানের হাতে হাত রেখে ছবি শেয়ার করেছেন উড বি মাম্মি ইলিয়ানা ডিক্রুজ। নজর কেড়েছে অনামিকা আঙুলের দুজনের আংটি। যদিও সন্তানের বাবার পরিচয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। বেবিমুনে গিয়ে ছবিও পোস্ট করেছেন নায়িকা।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.