বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra Daughter: বাড়িতে বিশেষ পুজো, প্রথমবার লেহেঙ্গা পরে মালতী, মিষ্টি ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা

Priyanka Chopra Daughter: বাড়িতে বিশেষ পুজো, প্রথমবার লেহেঙ্গা পরে মালতী, মিষ্টি ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা

মেয়ে মালতীর আদুর ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা

মেয়েকে প্রথমবার ভারতীয় পোশাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত মাম্মি প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ের একগুচ্ছ মিষ্টি ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন দেশি গার্ল।

প্রথমবার গায়ে লেহেঙ্গা গলিয়েছে একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। মেয়েকে প্রথমবার ভারতীয় পোশাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত মাম্মি প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ের একগুচ্ছ মিষ্টি ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন দেশি গার্ল। বাবার মৃত্যুবার্ষিকীতে বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী।

একটি ছবিতে দেখা গিয়েছে, কারও হাত ধরে হাঁটছে একরত্তি মালতী। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কেউ তাকে টুকটুকে লেহেঙ্গা পরে পেটের নাভিটা দেখতে পেয়েছ @poojarajpaljaggiofficial।’ ছবিতে দেখা গিয়েছে মালতী একটি সুন্দর পার্পেল রঙের লেহেঙ্গা পরে। নাভির মধ্যে আঙুল দিয়ে খুটছে সে। একরত্তি মালতী লেহেঙ্গার ওড়নাও নিয়েছেন।

দ্বিতীয় ছবিতে পুজোর শেষে মেঝেতে পড়ে থাকা ফুল কুড়োতে দেখা গিয়েছে মালতীকে। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘পুজোর সময়। তোমাকে মিস করছি দাদু’। আরও পড়ুন: কখনও মহাকাশচারী, কখনও ফুটবলার: ‘মাল্টিভার্স'-এ এআই-এর কল্পনায় বিরাট কোহলি

<p>মালতী একটি সুন্দর পার্পেল রঙের লেহেঙ্গা পরে</p>

মালতী একটি সুন্দর পার্পেল রঙের লেহেঙ্গা পরে

২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে নিয়াঙ্কার ফুটফুটে মেয়ের জন্ম হয়। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল একরত্তি। মালতীর জন্মের ১০০ দিন পর তাঁকে বাড়ি নিয়ে আসেন নিয়াঙ্কা। এরপরই একরত্তি মালতীকে নিয়ে প্রতিটা মুহূর্তে উদযাপন করেছেন নিক-প্রিয়াঙ্কা।

জানুয়ারিতে জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও। এই অনুষ্ঠানে একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে এনেছিলেন দেশি গার্ল।

ভারতে ‘সিটাডেলে’র প্রচারের সময় প্রিয়াঙ্কা পুচকেকে সঙ্গে নিয়ে এসেছিলেন। মেয়েকে নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন এবং ঈশ্বরের কাছে আশীর্বাদ নিয়েছিলেন।

নিজের প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইন সহ একাধিক ব্যবসা রয়েছে প্রিয়াঙ্কার। শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার জন্য প্রচার চালাচ্ছেন তিনি। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা পাকা করেছেন। প্রিয়াঙ্কার পরবর্তী হিন্দি ছবি ‘জি লে জারা’। আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে দেখা যাবে তাঁকে। মূলত রোড ট্রিপ নিয়ে এগোবে এই ছবির গল্প। সব ঠিক থাকলে এ বছরই শুরু হবে ছবির শ্যুটিং।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন