তুতো বোন পরিণীতি চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে বাগদান পর্ব সারলেন পরিণীতি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পোস্ট করেন তাঁদের বাগদানের মুহূর্তের ছবি।
শনিবার তুতো বোনের বাগদান অনুষ্ঠানের থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা। সকাল সকাল তিনি হাজির হন দিল্লিতে। অনুষ্ঠান ছিল তারকাখচিত। অতিথি তালিকায় ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আদিত্য ঠাকরে।
হবু দম্পতির আংটি বদলের পর একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘অভিনন্দন তিশা ও রাঘব... তোমাদের বিয়ের অপেক্ষায় রয়েছি! তোমাদের এবং পরিবার উভয়ের জন্যই খুব খুশি। অনেকদিন পর পরিবারের সকলের সঙ্গে দেখা হয়ে খুব মজা হল’। আরও পড়ুন: শাড়িতে অপরূপা বলিউডের 'ধক ধক গার্ল', রইল মাধুরীরর সেরা কিছু ছবি
এ দিন হবু দম্পতি সেজেছিলেন সাদা রঙের পোশাকে। রাঘব পড়েছিলেন হলুদ কুর্তা, ক্রিম পায়জামা এবং একটি জ্যাকেট, যেটি তৈরি করেছিলেন তাঁর কাকা, ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। আর পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীশ মালহোত্রার ওপর। যাতে ছিল মুক্তোর কাজ।
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা তাঁর ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেছেন। পরিণীতির বাবা-মা, পবন চোপড়া এবং রীনা চোপড়ার সঙ্গে ছবি শেয়ার করেছেন দেশি গার্ল।
অনুষ্ঠানের পর প্রিয়াঙ্কাও পাপারাজ্জিদের হাত জোড় করে সংবর্ধনা জানিয়েছেন। পরে অভিনেত্রী পরিণীতির ভাই এবং বাবার সঙ্গে অতিথিদের আপ্যায়ন করেন। নাচ, গান মিলিয়ে গোটা অনুষ্ঠানটি হয়েছে পাঞ্জাবি স্টাইলে। বাগদানের থিম রাখা হয়েছিল প্যাস্টেল। অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের তাবড় ব্যক্তিত্বও। ছিলেন আদিত্য ঠাকরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে জমজমাট ছিল বাগদানের আসর।
উল্লেখ্য, লন্ডন স্কুল অব ইকোনমিক্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন রাঘব-পরিণীতি। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। অবশেষে মনের মানুষের হদিশ মিলেছে নায়িকার।