বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: পরিণীতি-রাঘবের বাগদানে জমিয়ে আনন্দ প্রিয়াঙ্কার, দিলেন সুন্দর মুহূর্তের ছবি

Priyanka Chopra: পরিণীতি-রাঘবের বাগদানে জমিয়ে আনন্দ প্রিয়াঙ্কার, দিলেন সুন্দর মুহূর্তের ছবি

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠানে হাজির প্রিয়াঙ্কার চোপড়া

Parineeti-Raghav Engagement: শনিবার তুতো বোনের বাগদান অনুষ্ঠানের থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা। সকাল সকাল তিনি হাজির হন দিল্লিতে। অনুষ্ঠান ছিল তারকাখচিত।

তুতো বোন পরিণীতি চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে বাগদান পর্ব সারলেন পরিণীতি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পোস্ট করেন তাঁদের বাগদানের মুহূর্তের ছবি।

শনিবার তুতো বোনের বাগদান অনুষ্ঠানের থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা। সকাল সকাল তিনি হাজির হন দিল্লিতে। অনুষ্ঠান ছিল তারকাখচিত। অতিথি তালিকায় ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আদিত্য ঠাকরে।

হবু দম্পতির আংটি বদলের পর একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘অভিনন্দন তিশা ও রাঘব... তোমাদের বিয়ের অপেক্ষায় রয়েছি! তোমাদের এবং পরিবার উভয়ের জন্যই খুব খুশি। অনেকদিন পর পরিবারের সকলের সঙ্গে দেখা হয়ে খুব মজা হল’। আরও পড়ুন: শাড়িতে অপরূপা বলিউডের 'ধক ধক গার্ল', রইল মাধুরীরর সেরা কিছু ছবি

এ দিন হবু দম্পতি সেজেছিলেন সাদা রঙের পোশাকে। রাঘব পড়েছিলেন হলুদ কুর্তা, ক্রিম পায়জামা এবং একটি জ্যাকেট, যেটি তৈরি করেছিলেন তাঁর কাকা, ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। আর পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীশ মালহোত্রার ওপর। যাতে ছিল মুক্তোর কাজ।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা তাঁর ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেছেন। পরিণীতির বাবা-মা, পবন চোপড়া এবং রীনা চোপড়ার সঙ্গে ছবি শেয়ার করেছেন দেশি গার্ল।

<p>প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম স্টোরি</p>

প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম স্টোরি

অনুষ্ঠানের পর প্রিয়াঙ্কাও পাপারাজ্জিদের হাত জোড় করে সংবর্ধনা জানিয়েছেন। পরে অভিনেত্রী পরিণীতির ভাই এবং বাবার সঙ্গে অতিথিদের আপ্যায়ন করেন। নাচ, গান মিলিয়ে গোটা অনুষ্ঠানটি হয়েছে পাঞ্জাবি স্টাইলে। বাগদানের থিম রাখা হয়েছিল প্যাস্টেল। অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের তাবড় ব্যক্তিত্বও। ছিলেন আদিত্য ঠাকরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে জমজমাট ছিল বাগদানের আসর।

উল্লেখ্য, লন্ডন স্কুল অব ইকোনমিক্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন রাঘব-পরিণীতি। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। অবশেষে মনের মানুষের হদিশ মিলেছে নায়িকার।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে জনজোয়ার মুম্বইতে, বাতিল সব অনুষ্ঠান, আসবেন শাহও ১৫ নভেম্বর থেকে মার্গী হবেন শনি, সুযোগ হবে হাতছাড়া, ৩ রাশিকে থাকতে হবে সতর্ক সুজনের ‘মৃতার ডায়েরি’দেখে ছবি আঁকলেন সমীর আইচ, বিক্রির টাকা গেল অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.