বাংলা নিউজ > বায়োস্কোপ > ১০ বছরের ছোট নিকের সঙ্গে সুখী দাম্পত্যের রহস্য কী? ফাঁস করলেন প্রিয়াঙ্কা চোপড়া

১০ বছরের ছোট নিকের সঙ্গে সুখী দাম্পত্যের রহস্য কী? ফাঁস করলেন প্রিয়াঙ্কা চোপড়া

নিয়াঙ্কা

বিয়ের দু'বছর পর সুখী দাম্পত্যের সিক্রেট ফাঁস করলেন দেশি গার্ল।

সুখী দাম্পত্যের রহস্য কী? সেই সম্পর্কেই ফাঁস করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি এও জানালেন কীভাবে ‘বিশ্বের সবথেকে চর্চিত বিয়ে’কে সামলান। ২০১৮ সালে ডিসেম্বরে আমেরিকান পপ তারকা গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। হিন্দু এবং খ্রিস্টান রীতি মেনে বিয়ে করেন তাঁরা। ভোগ অস্ট্রেলিয়া সিক্রেটকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘সুখী দাম্পত্যের রহস্য? আমি মাত্র দু’বছর বিয়ে করছি, তবে সেই সম্পর্কে অল্প-আধটু বলতে পারি। আমার মনে হয় কথোপকথন বড় একটা বিষয়। মুখোমুখি বসা, সময় কাটানো, একে অপরকে বোঝা একটা বড় বিষয়। এভাবেও আনন্দ করা যায়’।

‘বিশ্বের সবথেকে চর্চিত বিয়ে’ সম্পর্ক বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘বিশ্বের সবথেকে চর্চিত বিয়ে পিছনে মাত্র দু’মাস সময় লেগেছিল। কারণ আমাদের কাছে অন্য কিছু ব্যাপারে ভাবার সময় ছিলনা। তাই সেই সময় যখন এটা সম্পন্ন হয়, বিয়েটা পুরোপুরি ঠিক, চর্চায় ছিল’।

দাম্পত্য সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, নিজের কাজের মতোই বৈবাহিক জীবন সম্পর্কেও তিনি ভীষণ সতর্ক। এখনো বিয়েটাকে কাজের সঙ্গে তুলনা করেননা। তিনি সেই সব মানুষের মধ্যে পড়েন যাঁরা যেই জিনিসটা করতে ভালবাসে, সকালে উঠে সেই জিনিসটাই করেন।

প্রথম টুইটারের মাধ্যমে যোগাযোগ হয় প্রিয়াঙ্কা এবং নিকের। শীঘ্রই তারা একে অপরের সঙ্গে মেসেজে কথা বলা শুরু করেছিলেন। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কারে পার্টির পর প্রথম দেখা হয়েছিল তাঁদের। পরে লস অ্যাঞ্জেলেসে দেখা করেন তাঁরা। সেখানে হলিউড বোল-এ গিয়ে ‘বিউটি এবং দ্য বিস্ট’ ছবিটি তাঁরা একসঙ্গে প্রথম দেখেছিলেন। 

 

বন্ধ করুন