Priyanka Sarkar: পায়ের ভাঙা হাড় জুড়তে বসানো হবে প্লেট, শনিবার বিকেলে অস্ত্রোপচার প্রিয়াঙ্কার
1 মিনিটে পড়ুন . Updated: 04 Dec 2021, 01:49 PM IST- শুক্রবার রাতে একটি মোটর সাইকেল এসে ধাক্কা মারে অভিনেত্রীকে।
শুক্রবার রাতে শ্যুটিং করার সময় বড় দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বাইক এসে ধাক্কা মারে তাঁকে ও সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সাথে সাথে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে।
এক্স রে করার পর জানা যায়, ডান পায়ের টিবিয়ার হাড় ভেঙেছে। আজই হবে ওরিফ (Open reduction and internal fixation) সার্জারি। ডাক্তার বিশাল ভগতের তত্তাবধানে ভর্তি আছেন তিনি। ভেঙে যাওয়া হাড় ঠিক করতে পায়ে বসানো হবে প্লেট। শনিবার বেলা তিনটে নাগাদ অস্ত্রোপচার হওয়ার কথা আছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার পায়ের হাড় এমন ভাবে ভেঙে গিয়েছে যে তা জুড়তে বসানো হবে এই প্লেট। পরবর্তীতে হাড় জুড়লেও আর প্লেটটি সরানো হবে না।
শুক্রবার রাতে শ্যুটিং করার সময় বড় দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বাইক এসে ধাক্কা মারে তাঁকে ও সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সাথে সাথে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে।
এক্স রে করার পর জানা যায়, ডান পায়ের টিবিয়ার হাড় ভেঙেছে। আজই হবে ওরিফ (Open reduction and internal fixation) সার্জারি। ডাক্তার বিশাল ভগতের তত্তাবধানে ভর্তি আছেন তিনি। ভেঙে যাওয়া হাড় ঠিক করতে পায়ে বসানো হবে প্লেট। শনিবার বেলা তিনটে নাগাদ অস্ত্রোপচার হওয়ার কথা আছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার পায়ের হাড় এমন ভাবে ভেঙে গিয়েছে যে তা জুড়তে বসানো হবে এই প্লেট। পরবর্তীতে হাড় জুড়লেও আর প্লেটটি সরানো হবে না।|#+|
রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামের একটি ওয়েব সিরিজের শ্যুট চলছিল রাতের দিকে। ইকোপার্কের কাছেই ঘটে এই দুর্ঘটনা। সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। যার চালক মত্ত অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে।
সাধারণত ওরিফ সার্জারির ক্ষেত্রে অস্ত্রোপচারের পর সাধারণত ৪-৬ সপ্তাহ বেড রেস্টে থাকতে হয় রোগীকে। তারপরেও দৌড়-ঝাঁপ, শরীরচর্চা, খেলাধুলো করার আগে নিতে হয় ডাক্তারের পরামর্শ। অর্থাৎ, বেশ কিছুটা সময় এখন সেট থেকে দূরেই থাকতে হবে অভিনেত্রীকে। এদিকে বাড়িতেও রয়েছে ৮ বছরের ছেলে ও বৃদ্ধ বাবা-মা! নিজেই পরিবারের সমস্ত দায়িত্ব সামলান। রাহুলের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে ছেলেকে নিয়ে থাকেন তিনি।