বাংলা বিনোদন জগতের অন্যতম সফল এবং হিট জুটি হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদের আগামী তথা ৫০ তম ছবির কথা ২০২৪ সালের শুরুতেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটির নাম অযোগ্য। এবার প্রকাশ্যে এল সেই ছবির মুক্তির দিন।
আরও পড়ুন: 'এত প্যাচপ্যাচে গরম যে...' আইপিএলের মরশুমে পয়লা বৈশাখের আগে শহরে অনিন্দ্য, কীভাবে কাটাচ্ছেন নববর্ষ?
কবে মুক্তি পাচ্ছে অযোগ্য?
পয়লা বৈশাখে অযোগ্য ছবিটির নির্মাতাদের তরফে দর্শকদের দারুণ চমক দেওয়া হল। নববর্ষে ঘোষণা করা হল ছবির মুক্তির দিন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ৫০ তম ছবি ৭ জুন মুক্তি পাচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে এটা বক্স অফিসে জিতের বুমেরাং ছবিটির সঙ্গে মুখোমুখি হতে চলেছে।
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
অযোগ্যর পোস্টার
অযোগ্য ছবিটির যে পোস্টার এদিন প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তির বুড়ো আঙুলে কালির দাগ লেগে। তারই মধ্যে লেখা 'অ' আর পাশে যোগ্য শব্দটি লেখা। নেপথ্যে আবছা ভাবে দেখা যাচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার মুখ।
প্রসঙ্গত এই ছবিটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। আগামী ৭ জুন আসছে এই ছবিটি।
প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার অন্যান্য ছবি
এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আগামীতে দেবী চৌধুরানী ছবিতে দেখা যাবে। সদ্যই সেই ছবির শ্যুটিং শেষ হয়েছে। এখানে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: 'তুমি কি বিয়ে করছ?' মীরের চাঁচাছোলা প্রশ্নের মুখে সোহিনী, কবে ছাদনাতলায় যাচ্ছেন শোভনের সঙ্গে ফাঁস করলেন কি?
ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানে কৌশিক সেন এবং রাহুল বসুর সঙ্গে একটি ছবির শ্যুটিং করছেন।