দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। সম্পর্ক নিয়ে কখনই বিশেষ লুকোছাপা করতে দেখা যায়নি তাঁদের। এবার, এতদিন প্রেম করার পর তাঁরা তাঁদের সম্পর্ককে একটি নতুন ধাপে নিয়ে গেলেন। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পুলকিত সম্রাট এবং কৃতি খরবন্দা। আংটি বদল করলেন এই দুই বলিউড তারকা।
বাগদান সারলেন পুলকিত এবং কৃতি
বাগদান সারলেন বলিউডের পাওয়ার কাপল পুলকিত সম্রাট এবং কৃতি খরবন্দা। তাঁরা এদিন তাঁদের সম্পর্ককে একটি নতুন ধাপে নিয়ে গেলেন। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেননি পুলকিত বা কৃতি। তবে বাগদানের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল সারলেন কৃতি খরবন্দার সঙ্গে।
আরও পড়ুন: 'ওকে একদম ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে ছিল' দাদাগিরিতে রূপাঞ্জনার তারিফ দেবলীনার, কী বললেন সৌরভ?
আরও পড়ুন: জেব্রা-জিরাফদের মাঝে দেবিনা এবং তাঁর দুই মেয়ে! কলকাতা এসেই চিড়িয়াখানায় বলি অভিনেত্রী
এদিন ইনস্টাগ্রামে পুলকিত সম্রাট একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে তাঁদের এই বাগদানের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করতে দেখা যায়। তাঁদের বাগদানের অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা। তাঁদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন তাঁরা।
পুলকিত এবং কৃতির ছবি
এদিন পুলকিত সম্রাট সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং কৃতির যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁদের আদুরে অবস্থায় দেখা যাচ্ছে। ফুকরে ছবি খ্যাত অভিনেতাকে দুই হাতে বাগদত্তাকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দুজনের মুখে লেগে রয়েছে হাসি। মাঝে মধ্যেই তাঁরা তাঁদের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে এই বিশেষ দিন কি কখনও বাদ যেতে পারে?
আরও পড়ুন: 'কোনও ছবির কাস্টিং...', সলমন খানের নাম করে প্রতারণার টোপ! ভক্তদের সচেতন করে কী লিখলেন ভাইজান?
কবে বিয়ে করছেন পুলকিত এবং কৃতি?
যেহেতু বাগদান সেরে ফেললেন সেহেতু মনে করা হচ্ছে শাদি ম্যায় জরুর আনা নায়িকা কৃতির সঙ্গে জলদি গাঁটছড়া বাঁধবেন ফুকরে খ্যাত পুলকিত সম্রাট। তবে কবে সেটা এখনও জানা যায়নি। এমনকি আনুষ্ঠানিক ভাবে তাঁরা তাঁদের বাগদানের খবরও প্রকাশ্যে আনেননি। ফলে এই দুটো বিষয়ে তাঁদের থেকে জানার জন্য যে তাঁদের ভক্তরা মুখিয়ে আছেন সেটা বলার অপেক্ষা রাখে না।