তাঁর কালো হরিণ চোখে ডুব দেন হাজারো পুরুষ। তাঁর জীবনেও প্রেম কড়া নেড়েছে বারবার কিন্তু ৪০ পেরিয়েও থিতু হলেন না রাইমা। আজও ব্যাচেলার লিস্ট থেকে বাদ পড়েনি মুনমুন সেনের বড় মেয়ের নাম। কিন্তু চল্লিশ পেরোলেও আজও অবলীলায় ভক্ত মনে ঝড় তোলেন রাইমা, দু-দশক আগের মতোই আজও সেন-সেশন তিনি।
ওটিটি-র অতি পরিচিত মুখ রাইমা। শীঘ্রই বাংলা সিরিজ 'কলঙ্ক'তে দেখা যাবে তাঁকে। হইচইয়ের এই সিরিজে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রাইমা। আজকের যুগের আধুনিক নারী চৈতির চরিত্রে দেখা যাবে রাইমাকে। সম্পর্কের জটিলতার প্রেক্ষাপটে সাজানো এই সিরিজ। রাইমার চোখে আদর্শ সম্পর্ক ঠিক কেমন?
সুচিত্রার নাতনি জানালেন, আজকাল সম্পর্ক অনেক বেশি জটিল হয়ে পড়েছে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘আমার মনে হয় আজকের যুগে সম্পর্কে জটিলতা বাড়ছে কারণ একজন সবসময় সম্পর্কটা থেকে অনেককিছু প্রত্যাশা করছে, অন্যজন সে-ব্য়াপারে পুরোপুরি ক্লুলেস। এখন সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা প্রভাবিত, তাই সুস্থ এবং সুখী সম্পর্কের চাবিকাঠি হল সবটা সহজ-সরল এবং স্বচ্ছ রাখা। সঙ্গীর সত্যবাদী হওয়াটা খুব জরুরি।’
নতুন বছরকে কলকাতাতেই স্বাগত জানিয়েছেন রাইমা। পরিবারের সঙ্গে ঘরোয়া আড্ডাতেই কেটেছে নতুন বছর। কাজ না থাকলে পরিবারই এখন রাইমার জীবনের একমাত্র প্রায়োরিটি। নতুন বছরে কোনও রেজোলিউশন নিলেন অভিনেত্রী? তাঁর সাফ কথা, ‘কলেজের পর থেকে আমি এইসব রেজোলিউশন নেওয়া বন্ধ করে দিয়েছি। যা টিকবে না, তেমন রেজোলিউশন নিয়ে কী লাভ!’
মাস কয়েক আগে একটি সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে রাইমা বলেছিলেন, 'অনেকেই ভাবেন বিয়ে করিনি বলে আমি সুখী নই। কিন্তু আমি খুব ভালো আছি। ঠিক সময়ে ঠিক মানুষটাকে পেলে নিশ্চয়ই বিয়ে করব। এখনও ঠিক মানুষটাকেই পাইনি। বিয়েটা আমার জন্য বাধ্যতামূলক নয়। কারও প্রেমে পাগল হলে বিয়ে করার সিদ্ধান্ত নেব।'
অভিনয় জগতে দু'দশকেরও বেশি সময় পার করেছেন রাইমা সেন। টলিউডের পাশাপাশি বলিউডেও চুটিয়ে কাজ করেছেন রাইমা। তাঁর ঝুলিতে রয়েছে 'চোখের বালি', 'অন্তরমহল', 'পরিণীতা', 'চিত্রাঙ্গদা: দ্য ক্রাউনিং উইশ', 'মনোরম সিক্স ফিট আন্ডার'-এর মতো ছবি। গত বছর ভ্য়াকসিন ওয়ার ছবিতে দেখা গিয়েছে তাঁকে। নতুন বছরে বলিউডে বেশকিছু প্রোজেক্ট রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়াও টলিউডে প্রতীম ডি গুপ্তার চালচিত্র এবং হাওয়া বদল ২-তে দেখা যাবে রাইমাকে।