বাংলা নিউজ > বায়োস্কোপ > Raj-Subhashree: দাড়ি-গোঁফ সব কামিয়ে ফেললেন রাজ! বরকে এভাবে দেখে কী প্রতিক্রিয়া শুভশ্রীর?

Raj-Subhashree: দাড়ি-গোঁফ সব কামিয়ে ফেললেন রাজ! বরকে এভাবে দেখে কী প্রতিক্রিয়া শুভশ্রীর?

রাজকে দাড়ি-গোঁফ ছাড়া দেখে কী প্রতিক্রিয়া শুভশ্রীর?

দিনকয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ। আর সেখান থেকে ফিরেই নিজের লুক বদলে ফেললেন? আপনার কেমন লাগল আবার প্রলয় পরিচালকের এই চেহারা?

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। আর দুটোর মধ্যে যেন আকাশ-পাতাল তফাত। প্রথম ছবিতে রাজকে দেখে চোখ কপালে উঠতে পারে যে কারও। গত সপ্তাহেই রাজের অসুস্থতার খবর মিলেছিল। জানা গিয়েছিল হাসপাতালে ভর্তি আছেন পরিচালক। আর হাসপাতাল থেকে ফিরেই নিজেকে আমূল বদলে ফেললেন!

দাড়ি-গোঁফ ছাড়া রাজের প্রথম ছবিখানা আর দ্বিতীয় ছবিতে চিরাচরিত লুকেই। রাজ কিন্তু বলিউডের অন্যতম হ্যান্ডসাম পরিচালক। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বরের মহিলা অনুরাগীর সংখ্যা মোটেও কম নয়! তাই এভাবে দেখে অনেকেই মনে ব্যথা পেলেন। তারকা থেকে অনুরাগী, সকলেরই অনুরোধ, রাজ যেন আগের চেহারাতেই ফিরে আসে।

তা বরের নতুন লুকে কী প্রতিক্রিয়া শুভশ্রীর? এমনিতে রাজের পোস্টে কমেন্ট করতে ভোলেন না নায়িকা। তবে এই পোস্টে কোনও মন্তব্য চোখে পড়ল না। শুধু একটা লাইক করেছেন। তাহলে কী তারও মনে ধরেনি বরকে এভাবে, তাই একটু গোসা হয়েছে! দুজনে এমনিতে একে-অপরকে চোখে হারান। তাঁদের ভালোবাসার ছাপ পড়ে সোশ্যাল মিডিয়াতেও। প্রকাশ্যে চুম্বনের ছবি দিয়ে বহুবার ট্রোল হয়েছেন। তবুও ভালোবাসা প্রকাশের কোনও সুযোগ কখনোই ছাড়েন না! আরও পড়ুন: ‘আমার বউ মোটা, কালো বলে…’, সলমনের বোন অর্পিতা খানকে নিয়ে কী বললেন আয়ুশ শর্মা?

রাজের পোস্টে শ্রাবন্তী মন্তব্য করেছে, ‘দাড়ি লুকটাই সেরা’। এসভিএফের মহেন্দ্র সোনি লিখলেন, ‘এবার আমিও আমারগুলো থেকে মুক্তি পেতে চাই’। অভিনেতা ইন্দ্রাশীস রায় মন্তব্য করছেন, ‘এটা কী করলে’! আরও পড়ুন: ট্রেনে বৃদ্ধ হকারকে সরিয়ে ভাইরাল গানে নাচ তরুণীর, ভিডিয়ো ছড়াতেই নিন্দে সোশ্যালে

রাজের এক অনুরাগী অবশ্য লিখলেন, ‘তুমি সব লুকেই হ্যান্ডসাম’। আরেকজন লিখলেন, ‘কী কিউট’। ছবিটিতে একটি কালো ফ্রেমের চশমা পরে আছেন রাজ। গায়ে কালো টি-শার্ট। খাটের হেটস্ট্যান্ডে হেলান দিয়ে তুলেছেন ছবিখানা।

রাজ আপাতত ব্যস্ত আবার প্রলয়ের কাজ নিয়ে। সদ্য শেষ হয়েছে শ্যুটিং। এবার পোস্ট প্রোডাকশনের পালা। এই সিরিজ দিয়েই প্রথবার ওটিটির দুনিয়ায় পা রাখবেন তিনি। সঙ্গে এই সিরিজের প্রযোজনার দায়িত্ব সামলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

এর আগে রাজের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে তাঁর আপ্ত সহায়ক হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘দাদা একদম ভালো আছেন, বাড়াবাড়ি কিছু হয়নি’। শুভশ্রীও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে। চিন্তার কোনও কারণ নেই। বড় ধরনের কোনও অসুস্থতার সম্মুখীন হননি রাজ’।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন