করোনার জেরে ঘরবন্দি অবস্থাতেই কাটছে দিন। তবে লকডাউনের সময় পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন পরিচালর রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় এমনিতেই ভীষণ অ্যাক্টিভ টলিউডের সেলেব দম্পতি রাজ-শুভশ্রী। হামেশাই নিজেদের জীবনের নানান ছোট-বড় মুহূর্তে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন রাজ-শুভ। এবার একদম নতুন লুকে সামনে এলেন রাজ চক্রবর্তী। দাড়ি রাখতে খুবই ভালোবাসেন রাজ, কিন্তু এক্কেবারে ভোল বদলে ক্লিন শেভড লুকে ধরা দিলেন ধর্মযুদ্ধের পরিচালক।
দুদিন আগেও শুভশ্রীর সঙ্গে নিজের একটি রোম্যান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ।
রাজের নতুন লুক থেকে মিশ্র প্রতিক্রিয়া ইন্ডাস্ট্রির বন্ধু ও অনুরাগীদের মধ্যে। অভিনেতা অঙ্কুশ হাজরা লেখেন,'কচি আমার', রাজের বন্ধু অনিন্দিতা বসুর মন্তব্য 'এ বাবা!' , রাজের ধর্মযুদ্ধের শবনম পার্নো বলেছেন-'যাহ',
করোনার পরিস্থিতির মোকাবিলা ঘরে কীভাবে করছেন রাজ-শুভশ্রী সেই ঝলকও ফেসবুকের মাধ্যমে ফ্যানেদের সামনে তুলে ধরেছেন রাজ। কোয়ারেন্টাইনের জন্য পরিচারিকারাও ছুটিতে, তাই বাড়ির সব কাজ কেমনভাবে ভাগ করে নিয়েছেন রাজ-শুভশ্রী এবং পরিবারের অনান্য সদস্যরা সেইসব কিছুই উঠে এসেছিল সেই ভিডিয়োয়।