তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্যা হালদার বারবার তাঁর বক্তৃতা বা কাজ দিয়ে নজর কেড়েছেন। এবার তিনি একটি নতুন ভিডিয়ো পোস্ট করে সকলকে তাক লাগিয়ে দিলেন।
কী বললেন রাজন্যা?
রাজন্যা নিজে একজন নেত্রী, আর নেত্রীদের সঙ্গে প্রেম করার কী কী সুবিধা অসুবিধা আছে সেটাই তিনি এই নতুন ভিডিয়োতে তুলে ধরলেন। তাঁর সঙ্গে দেখা গেল সোশ্যাল মিডিয়া তারকা সৈকত দে-কে।
আরও পড়ুন: 'গণতন্ত্রের কাতিল' মুখ্যমন্ত্রী! চাকরি বাতিল নিয়ে সরব রুদ্রনীল, বললেন, 'এরপরও ঘুম কি আসে আপনার প্রতি রাতে?'
আরও পড়ুন: ভিড় থেকে দূরে থাকতে চাইছেন অমিতাভ? অযোধ্যার পর আলিবাগে জমি কিনে প্রাসাদ বানাচ্ছেন বিগ বি
ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রেমিকের সঙ্গে রাস্তায় বেরিয়ে যেই সাংবাদিকদের দেখেছেন অমনি নেত্রী তাঁর প্রেমিককে ধাক্কা মেরে সরিয়ে দেন। এছাড়া রাস্তায় কোনও গণ্ডগোল হলেই দু চারটে ছেলে হাজির হয়ে যায়। কখনও আবার দেখা যাচ্ছে প্রেমিক যদি নেত্রীকে ঘরের কাজ করার নির্দেশ দেন তখনও নিজের সাগরেদদের ডেকে ভয় দেখায় কাজ না করার জন্য।
তবে নেত্রীর সঙ্গে প্রেম করলে যে কেবল নেতিবাচক দিক আছে সেটা নয়। নেত্রীর প্রভাব খাটিয়ে অনেক সুবিধা পাওয়া যেতে পারে, ইত্যাদি। যদিও সবটাই নিতান্তই মজা করা বানানো হয়েছে। ভিডিয়োতে রাজন্যাকে সাদা ঢাকাই শাড়ি এবং অলিভ ব্লাউজ পরে থাকত দেখাচ্ছে। সঙ্গে সৈকতের পরনে সাদা টিশার্ট এবং কালো প্যান্ট।
এই ভিডিয়ো পোস্ট করে সৈকত লেখেন, 'তোমাদের প্রেমিক বা প্রেমিকা যদি রাজনৈতিক নেতা হতো তাহলে কেমন হতো?' কয়েক ঘণ্টা আগেই পোস্ট করা হয়েছে এই ভিডিয়োটি। এরই মধ্যে বেশ কয়েক হাজার ভিউজ এবং কমেন্ট পেয়েছে। লাইকও হয়েছে এক হাজারের বেশি।
কে কী বলছেন?
এক ব্যক্তি মজা করে লেখেন, 'দরকার নেই বাবা। এই সুখে আছি।' কেউ আবার লেখেন, 'এ আবার আজকাল এসবও করছে?'